রাসুল (স:) ঈমান ও ইসলাম সম্পর্কে যা বলেছেন
হযরত আবু হোরাইরা (রা) হতে বর্নিত । তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে মসজিদে নববীতে হাজির হলেন । এমন সময় তার কাছে এক জন অপরিচিত লোক হাজির হয়ে প্রশ্ন করলেন,ঈমান কি? উওরে রাসুলেপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহ, তার ফেরেশতা আখিরাতে তারসাথে সাক্ষাৎ ও তার প্রেরিত রাসূলগণের প্রতি ঈমান আনা, পুনরুন্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা ।
তারপর আগান্তুক ব্যক্তি প্রশ্ন করলেন, ইসলাম কি? উওরে রাসুলেপাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো আল্লাহর ইবাদত করা তার সঙ্গে কাউকে শরীক না করা, নামায কায়েম করা, নির্ধারিত যাকাত আদায় করা, এবং মাহে রমজানে রোজা পালন করা ।
আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ইহসান কি? উওরে রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো, তুমি এমনভাবে ইবাদত করবে তুমি তাকে দেখছ, যদি তুমি তাঁকে না দেখ, তাহলে মনে করবে, তিনি
তোমাকে দেখছেন । আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করলেন, কিয়ামত কখন হবে রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে অধিক জ্ঞাত নন । তবে আমি কিয়ামতের কিছু আলামত বর্ণনা করছি । তা হলো বান্দী যখন তার মালিককে জন্ম দিবে, যখন নিকৃষ্ট উটের রাখালগণ বড় বড় অট্রালিকা তৈরি করে গর্ববোধ করবে ।
পাঁচটি বিষয় এমন রয়েছে যা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না । তার পর হুযুর সাল্লাল্লাহু আলাইহে
ওয়াসাল্লাম কুরানের নিম্নের আয়াত তেলাওয়াত করলেন-
১।নিশ্চয় মহান আল্লাহর কাছে রয়েছে কিয়ামতে এলেম ।
২।বৃষ্টি কখন অবতীর্ণ হবে ।
৩।মায়ের গর্ভের মধ্যে কোন প্রকার সন্তান রয়েছে ।
৪। তুমি আগামীকাল কি করবে ।
৫। কোন স্থানে তোমার মৃত্যু হবে । নিশ্চয় আল্লাহ পাক সবকিছু জানেন ও খবর রাখেন । তারপর আগান্তুক ব্যক্তি পিছনের দিকে চলে গেলেন ।
অতঃপর রাসূরেপাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সাহাবাগণকে বললেন, তাঁকে ডেকে আন সাহাবাগণ তাঁকে ডেকে আনার জন্য গেলেন কিন্তু সাক্ষাৎ পেলেন না । অবশেষে রাসূলেপাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন, ইনি হলেন হযরত জিব্রাঈল (আ) । তিনি এসেছিলেন মানুষদেরকে দ্বীন শিক্ষা দেয়ার জন্য ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন