লাশের গলায় রশি বেঁধে টেনে-হিচড়ে পুলিশের গাড়িতে

ভারতের বিহারে বেওয়ারিশ একটি লাশের গলায় রশি বেঁধে টেনে-হিচড়ে গাড়িতে তোলার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। অমানবিক ও বিবেকবর্জিত এমন কাণ্ড কেউ একজন ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার পর পুলিশের কর্তা ব্যক্তিদের টনক নড়ে। পরে এ নিয়ে ভারতের এনডিটিভি তাদের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশ করে।
ঐ প্রতিবেদনে বলা হয়েছে, বিহার জেলার বৈশাল এলাকায় গঙ্গা নদীতে সম্প্রতি ভেসে ওঠে একটি লাশ। পরে স্থানীয়রা খবর দিলে ছুটে আসে পুলিশ। লাশটি নদী থেকে তুলে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটি ভিন্ন পথ বেছে নেয় পুলিশ সদস্যরা। লাশের প্রতি কোনো রকম শ্রদ্ধা প্রদর্শন না করে গলায় রশি বেঁধে টেনে-হিচড়ে বহু দূরে পার্ক করা গাড়িতে তোলে। লাশটি বহন করার জন্য কোনো অ্যাম্বুলেন্স বা কোনো শ্রমিক ভাড়া করা হয়নি।
ভিডিওতে দেখা যায়, পুলিশ দড়ি দিয়ে প্রথম লাশের গলায় ফাঁস লাগান। তারপর লাশটি টেনে নদীর তীর থেকে কয়েকশ মিটার দূরে পার্ক করা গাড়ি পর্যন্ত নিয়ে যায়। এ সময় আশেপাশে বহু লোক এই দৃশ্য দেখছিলেন কিন্তু কেউ লাশটি গাড়িতে তুলতে পুলিশের সাহায্যে এগিয়ে আসেননি।
এই ভিডিওটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। এই ঘটনায় পরে দুজন পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
বৈশাল এলাকায় মৃত লাশের সঙ্গে পুলিশের নির্মমতার এটি দ্বিতীয় চিত্র।
কয়েক বছর আগে এই এলাকায় সংঘর্ষে নিহত ১০ ব্যক্তির লাশ পুলিশ নদীতে ছুড়ে ফেলে দেয়। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন