বুধবার, মে ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

শাবি শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলা

‘শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় লজ্জা-অপমানে বৃষ্টিতে ভিজলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল।

তিনি এ সময় সাংবাদিকদের বলেন, ‘স্বপ্নে যা কখনও ভাবিনি তাই আজ হয়ে গেছে। শিক্ষকদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এরা যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে তবে শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। কিন্তু আমি এখনই মরছি না। তবে আমি অসহ্য মানসিক যন্ত্রণায় আছি।’

তিনি আরও বলেন, ‘যারা ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণের দাবিতে আন্দোলন করছেন তাদের পক্ষে আমার শতভাগ সাপোর্ট আছে। কারণ আমি জানি এ ভিসির সঙ্গে কোনোভাবেই কাজ করা সম্ভব নয়।’

শিক্ষকদের ওপর হামলার ব্যাপারে ভিসিকে দোষারোপ করে জাফর ইকবাল বলেন, ‘শিক্ষকদের ভিসিবিরোধী আন্দোলন শাবিকে বাঁচাতে। কোনো পদের জন্য নয়। ভিসি যদি মনে করেন এভাবে হামলা করিয়ে আন্দোলন বন্ধ করা যাবে তাহলে তিনি (ভিসি) সম্পূর্ণ ভুল চিন্তা করছেন।’

প্রসঙ্গত, ভিসির অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। রবিবার সকাল ৮টায় ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা। এ দিন সকাল ৮টা থেকে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার কথা ছিল ভিসির অপসারণের দাবিতে আন্দোলনকারী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকদের। কিন্তু শিক্ষকদের আগেই ভোর ৫টা থেকে সেখানে অবস্থান নেন ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী।

সকাল ৮টায় আন্দোলনকারী শিক্ষকরা ভিসি কার্যালয়ের সামনে গেলে সেখানে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তারা। একপর্যায়ে ভিসি আমিনুল হক ভূঁইয়া কার্যালয়ের নিচে আসেন। ভিসিকে তার কার্যালয়ে প্রবেশে বাধা দেন আন্দোলনকারী শিক্ষকরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ভিসির পথ পরিষ্কার করতে শিক্ষকদের সঙ্গে হাতাহাতি শুরু করেন। তারা অকথ্য ভাষায় গালি দিয়ে টেনেহিঁচড়ে শিক্ষকদের সরিয়ে দেন।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী পদার্থ বিজ্ঞানের প্রফেসর ড. ইয়াসমিন হক, প্রফেসর ড. মো. ইউনুস, সহকারী অধ্যাপক ফারুক উদ্দিনসহ অনেকে।

এ বিষয়ে সহকারী অধ্যাপক ফারুক উদ্দিন দ্য রিপোর্টকে বলেন, ‘আমাদের সঙ্গে ছাত্রলীগ যা করেছে তাতে আমরা হতবাক।’

ভিসি আমিনুল হক ভূঁইয়ার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

শিক্ষকদের লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ দ্য রিপোর্টকে বলেন, ‘ছাত্রলীগ এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।’

কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু করেছেন শিক্ষকদের একাংশ।

এ আন্দোলনকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা হিসেবে আখ্যা দিয়ে সরকার-সমর্থক শিক্ষকদের একটি অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তার চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেন। পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের আন্দোলন থেকে সরে দাঁড়ানোর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করছে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ।

এই সংক্রান্ত আরো সংবাদ

বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত

হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাইভাবে আসা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করাবিস্তারিত পড়ুন

  • বাঁধ নির্মাণ শুরু হয়নি হাওরে, নীতিমালা বদলালেও
  • নিহতদের পাঁচজনই মাদ্রাসাছাত্র: পাথর তুলতে গিয়ে
  • সিলেটে বন্যার উন্নতি হলেও পিছু ছাড়ছে না দুর্ভোগ
  • সিলেটে দোকানে দোকানে পানি, ব্যবসায়ীদের মাথায় হাত
  • সিলেটে মৃদু ভূমিকম্প
  • সিলেটে ঢলের পানিতে শিশুসহ চার ও বজ্রপাতে একজনের মৃত্যু
  • ১০ ঘণ্টা পর সিলেটের পথে রেল চলাচল শুরু
  • সিরাজগঞ্জে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ মা-ছেলের মৃত্যু
  • ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
  • মৌলভীবাজারে টয়লেট থেকে মোবাইল তুলতে গিয়ে যুবকের মৃত্যু
  • অমতে বিয়ে ঠিক করায় স্কুলছাত্রীর আত্মহত্যা
  • ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে হিন্দু মহাজোট নেতা গ্রেপ্তার