রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

শিক্ষা ক্ষেত্রে আইন না মানলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আইন অমান্য করে কোনো বিশ্ববিদ্যালয় টিকে থাকতে পারবে না। শিক্ষা নিয়ে কেউ বাণিজ্য করুক আমরা তার ঘোর বিরোধী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃস্পতিবার ইউনির্ভাসিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভ এর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা উচ্চ শিক্ষাকে জাতীয় উন্নয়নের চাবিকাঠি হিসেবে চিহ্নিত করেছি তাই এর গুনগত মান নিয়ন্ত্রণের জন্য অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গ্রাজুয়েট সংখ্যা বেশি। এটা যেমন প্রশংসার দাবি রাখে তেমনি আবার উদ্যোক্তারা সরকারের নিয়মনীতি অনুসরণ করেন না, যা কেবল অনৈতিক নয় আইন লঙ্ঘনের সামিল। শিক্ষা ক্ষেত্রে যারা আইন মানবে না তাদের বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নিব।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাথমিক স্কুলে ৯৯ শতাংশ শিশুকে নাম লেখাতে পেরেছি। যদিও ধরে রাখা কষ্টকর। উচ্চ শিক্ষার মান উন্নয়নে উচ্চ শিক্ষা কাউন্সিল আইন তৈরির কাজ প্রায় চূড়ান্ত করা হয়েছে। স্বাগত বক্তব্যে এমাজউদ্দীন আহমেদ বলেন, কর্মক্ষেত্রে সাহস এবং আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারলে সাফল্য তোমাদের আসবেই। সংকটে অচঞ্চল থাকতে পারলে সৃজনশীলতা অনায়াসে তোমাদের করায়ত্ব হবে। দক্ষতার সঙ্গে সততার সম্মিলন যে কোনো প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার মূলমন্ত্র।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ইউডার উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ। ইউডার বোর্ড অব ট্রাস্ট্রির প্রেসিডেন্ট অধ্যাপক মুজিব খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোর্ড অব ট্রাস্ট্রির সদস্যরা, সিন্ডিকেট ও একাডেমিক কমিটির সদস্যরা, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, অভিভাবক এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও স্নাতক (সম্মান) মিলিয়ে মোট এক হাজার ৩৬০ ছাত্র-ছাত্রীকে ডিগ্রী প্রদান করা হয়। ভালো ফল লাভ করায় সমাবর্তনে চ্যান্সেলর অ্যাওয়ার্ড স্বর্ণপদক পান আটজন শিক্ষার্থী। আর অ্যাওয়ার্ড অব মেরিট ক্রেস্ট পান ১৭ শিক্ষার্থী। সমাবর্তন শেষে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে এবং ভাষার মাসের মর্যাদা রক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার

এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন

বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া। জুনেরবিস্তারিত পড়ুন

  • ডাক ও টেলিযোগাযোগ খাতে এডিপি বাস্তবায়ন শতভাগ
  • এডিবি ২৫ কোটি ডলার ঋণ দেবে সামাজিক নিরাপত্তায়  
  • ত্রিভুজ ক্ষমতাকাঠামোর অধীনে প্রণীত ত্রিশঙ্কু বাজেট
  • ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার
  • নিজ ভূমি অধিকার সুনিশ্চিত করলে তা জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হয় : ভূমিমন্ত্রী
  • বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে: অর্থমন্ত্রী
  • এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ
  • ‘মুক্ত বিনিয়োগ নীতি গ্ৰহনে পাচারকৃত অর্থ ফেরানোর সুযোগ রয়েছে’
  • বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার
  • সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী