সংঘর্ষে নিহত ১, বাড়ি-ঘরে আগুন
বগুড়া: পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করাসহ আগুন দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরতলীর এরুলিয় ইউনিয়নের বানদিঘী গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। শনিবার সকালে এর জেরে আগুন দেয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে কাঠ ব্যবসায়ী মিলন ও বাস চালক হিরুর সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। সন্ধ্যার পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বানদিঘী গ্রামের আবুল কাশেমের ছেলে ওয়াহেদ আলী (৫৫) ও তার ছোট ভাই আব্দুস সামাদ (৫০) গুরুতর আহত হন। এছাড়াও মিলন গ্রুপের লোকজন প্রতিপক্ষের দুইটি গরু পিটিয়ে মেরে ফেলে। আহত দুই ভাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩টার দিকে ওয়াহেদ আলী মারা যান।
ওয়াহেদ আলীর মৃত্যুর খবর গ্রামে জানাজানি হলে শনিবার সকালে গ্রামবাসী মিলনের কাঠের দোকান, ধানের গুড়ার গোডাউন ছাড়াও ৮ থেকে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এমন সময় গ্রামে মিথ্যা খবর আসে নিহত ওয়াহেদ আলীর ভাই আব্দুস সামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ খবর পেয়ে গ্রামবাসী আরো উত্তেজিত হয়ে মিলন গ্রুপের বাড়িঘরে হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক শেখ জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন