সাপাহারে আবাসিক হোটেল থেকে বিদেশী মুদ্রা ও গাঁজা সহ আটক-৩
প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে আবাসিক হোটেল থেকে ভারতীয়, পাকিস্তানী মুদ্রা ও গাঁজা সহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দুপুর ২টায় সদরের জিরো পয়েন্টে হোটেল সেঞ্চুরীর ৩০৫ নং রুম থেকে আটক করা হয়।
জানা গেছে, ২৬ নভেম্বর ওই তিন ব্যক্তি একটি অত্যাধুনিক কার সহ সাপাহার এলাকায় এসে হোটেল সেঞ্চুরীর ৩০৫ নং রুমে ওঠেন। দুইদিন ধরে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় লোকজন গোপনে থানায় সংবাদ দিলে আবাসিক হোটেলে গিয়ে তাদেরকে আটক করে।
এ সময় রহস্যজনক কারণে কারের চালক নাটোরের কান্দি ভিটা গ্রামের সুলতান আলীর পুত্র বাবলু মিয়া (৪০) কে ছেড়ে দেয়। আটককৃতদের বিষয়ে সংবাদ সংগ্রহ করার জন্য এসআই সুমন কুমারের কাছ থেকে আটককৃত ব্যাক্তি, মুদ্রা ও গাঁজার পরিমান জানতে চাইলে এসআই সুমন সাংবাদিকদের জানাতে অপারগতা প্রকাশ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা দায়ের হয়নি।
আটকরা হচ্ছেন নাটোর সদরের কান্দি ভিটা গ্রামের সালাউদ্দীন কাদেরের পুত্র আঃ জলিল (৩২), শিবদুর গ্রামের নাছির উদ্দীনের পুত্র রেজাউল করিম (২৮) ও সাপাহার সদরের ডাঙ্গাপাড়ার মৃত শের মোহাম্মাদের পুত্র শরিফ উদ্দীন (২৯)।
এই সংক্রান্ত আরো সংবাদ
নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত
নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
এ দুর্ভোগের শেষ কোথায় ?
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) থেকে: এ দুর্ভোগের শেষ কোথায়, আরবিস্তারিত পড়ুন
আত্রাইয়ে ৩ গ্রামের মানুষের নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজেরবিস্তারিত পড়ুন