সাভারে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে আহত ভাতিজা শামীম মিয়ার (৩২) মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। বুধবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শামীম সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা গ্রামের রহম আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিরিঙ্গাকান্দা গ্রামের রহম আলীর ছেলে শামীম মিয়া ও তার চাচা রমজান আলীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। সে সময় রমজান আলী ও তার সঙ্গে থাকা হাবিব মিয়া লাঠি দিয়ে শামীমকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় শামীমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শামীমের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে হত্যাকারী হাবিব ও চাচা রমজান আলী ঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। সেই সঙ্গে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন