সাভারে তরুণীর রহস্যজনক মৃত্যু
ঢাকার অদূরে সাভারে এক তরুণীর রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাভারের পশ্চিম রাজাশন এলাকার বাবু মিয়ার বাড়ি থেকে আমেনা নামের (২০) ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, কয়েক মাস আগে নড়াইল সদরের বোয়াখালি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে আমেনা খাতুন একাই সাভারের পশ্চিম রাজাশন এলাকার ব্যবসায়ী বাবু মিয়ার টিনসেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। পরে ওই তরুণী কয়েক দিন আগে চাকরি ছেড়ে দেন। একই পাড়ায় বসবাসরত আমেনার বাবা মোহাম্মদ আলী আজ মঙ্গলবার বিকেলে তার (আমেনার) ঘরের জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে আমেনার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে প্রতিবেশীরা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওই তরুণীর বড় বোন শামীমা জানিয়েছেন, তার ছোট বোনের ঘরের রুমের সামনে ও পিছনে দুটি দরজা রয়েছে। পিছনের দরজাটি খোলা ছিলো। তাকে কেউ হত্যা করে মরদেহটি ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে পারে।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ময়নাতদন্তের পরে জানা যাবে ঘটনাটি হত্যা না আত্মাহত্যা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন