সাভারে ব্যাংক ডাকাতির চেষ্টা, বন্দুকযুদ্ধে নিহত ১
সাভারের ধামরাই বাজারে অবস্থিত সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাসুদ (৩১) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আটক ডাকাত দলের সদস্যরা হলেন, সবুজ (৪৫), রিয়াজুল (৩৩), বাদশা মিয়া (৩৫), শিলা (২৫) ও রুমানা (৩০)।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) খন্দকার লুৎফর কবির জানান, গোপন সংবাদে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টা ৫০ মিনিট থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত সাভারের ধামরাই বাজারে অভিযান চালায় র্যাবের একটি দল।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায় ডাকাত দলের সদস্যরা। পরে র্যাব গুলি চালালে ডাকাত দলের সদস্য মাসুদ গুরুতর আহত হয় এবং অন্য সদস্যদের আটক করা হয়। পরে আহত মাসুদকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
র্যাব জানায়, সোনালী ব্যাংকের ঠিক ওপরের ফ্লোর ভাড়া নিয়ে কয়েক মাস ধরে অবস্থান করছিল ডাকাত দলটি। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ফ্লোরে টাকার ভল্টের ঠিক ওপরে টাইলস তুলে কংক্রিটের ঢালাই ভেঙে নিচে নামার চেষ্টা করছিল ডাকাতদল। এ সময় র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়। দরজায় নক করতেই ডাকাতদল গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন