সিরাজদিখানে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ
আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত রবিবার সিনিয়র শিক্ষক ফরিদ সরকারের বিরুদ্ধে ছাত্রীর বাবা লিখিত অভিযোগ করে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির কাছে।
জানা জায়, গত ২১ ডিসেম্বরে বার্ষিক পরিক্ষার খাতা দেখানোর কথা বলে ছাত্রীকে বাসায় ডাকে। ছাত্রী বাসায় আসার সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে যৌন হযরানি করে। ছাত্রী বাসায় এসে কান্নায় ভেঙ্গে পরলে দাদী কি হযেে যৌন হযরানি করে। ছাত্রী বাসায় এসে কান্নায় ভেঙ্গে পরলে দাদী কি হয়েছে বলতেই আমি কিছুই বলতে পারবো না বলে অজ্ঞান হয়ে অসুস্থ্য হয়ে পরে। গত ৬ মাস আগে এক শিক্ষকে বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ হয়ে ছিল। বিদ্যালয়ের একাধিক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি বিদ্যালয়ের পরিচালনা পরিষদের।
ছাত্রীর অভিভাবক প্রতিনিধি হাজী দেলোয়ার হোসেন জানান, আমরা ঘটণাটি জানার পর লিখিত অভিযোগ করেছি। দুই দিন পার হলেও এখনো তারা কোন ব্যবস্থা নেয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির নাজমুল খান বলেন, আমি অসুস্থ্য। সুস্থ্য হয়ে এ সপ্তাহের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন