সিলেটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই শিশুর

স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই স্কুল ছাত্রী মারা গেছে। আহত আরো এক ছাত্রী।
সোমবার বিকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষ্মিপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই উপজেলার লক্ষ্মিপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতরা হলো- উপজেলার লক্ষিপ্রসাদ গ্রামের পতন মালাকারের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ডলি মালাকার (১০), আবদুর রহমানের মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ঈশিতা রহমান তারিন (৭)।
এছাড়াও আহত হয়েছে একই গ্রামের রতন মালাকারের মেয়ে লিপি মালাকার (৮)। সে তৃতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
এ ঘনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির।
তিনি জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় ডলি ও হাসপাতালে নেয়ার পথে তারিনের মৃত্যু হয়। এছাড়াও লিপি নামের আরেক জন আহত হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন