সেফটি ট্যাংকে বৃদ্ধের গলিত লাশ, স্ত্রী-ছেলে-পুত্রবধূ আটক
নিখোঁজের চারদিন পর মাদারীপুর পৌরসভার কুকরাইল এলাকার আব্দুল গনি মাতুব্বারের বাড়ির সেফটি ট্যাংক থেকে তার গলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত গনি মাতুব্বর মাদারীপুরের শিরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহত গনি মাতুব্বরের ছেলে তরিকুল ইসলাম ও নজরুল ইসলাম এবং গনি মিয়ার স্ত্রী ও পুত্রবধুকে বুধবার সকালে আটক করেছে পুলিশ। এছাড়াও লাশ উদ্ধারের পর থেকে নিহত গনি মাতুব্বরের স্ত্রীর ভাইয়ের ছেলে মিন্টু পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে গত ১২ বছর আগে চার ছেলে ও দুই মেয়ে নিয়ে মাদারীপুর পৌরসভার কুকরাইল এলাকায় বসবাস করছিলেন। গত শুক্রবার থেকে আ. গনি মাতুব্বর (৭০) নিখোজ ছিলেন। নিখোঁজের ঘটনায় মঙ্গলবার সকালে তার স্ত্রী সদর থানায় একটি জিডি করে। এরপর মঙ্গলবার বিকালে দুর্গন্ধ বের হলে অনেক খোঁজাখোঁজি করে সেফটি ট্যাংকের মধ্য থেকে রাত ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ঘটনা শুনেই আমি চলে এসেছি। আমার জানা মতে তার তেমন কোন শুত্রু ছিল না। তবে তিনি নিখোঁজ ছিল।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, পুলিশ সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। কিভাবে মারা গেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
মাদারীপুরের রাজৈররে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতবিস্তারিত পড়ুন
দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের পঞ্চম শ্রেণির এক শিকার শিশু
দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির একবিস্তারিত পড়ুন
মাদারীপুরে পিতৃহীন এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাধীন কর্নপাড়া গ্রামের পিতৃহীন এক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন