সোমবার, মে ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সেরা ১০ ব্যাটসম্যানের একজন হতে চান তামিম

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে পথচলা শুরু হয় তামিম ইকবালের। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১০টি বছর। বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন হাজার ৬৭৭ রান, ওয়ানডেতে পাঁচ হাজার ২৫১ রান এবং টি-টোয়েন্টিতে এক হাজার ২০২ রান সংগ্রহ করেছেন বাঁ-হাতি এই ওপেনার। বলা যায়, বাংলাদেশের ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই তার দখলে।

ক্যারিয়ার শেষে নিজেকে আরও উঁচুতে দেখতে চান তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ এই রান সংগ্রাহক। শুধু তাই নয়, জাতীয় দলের জার্সি খুলে রাখার আগে তামিমের স্বপ্ন শীর্ষ ১০ ব্যাটসম্যানের একজন হওয়া। দেশের শীর্ষ দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এমন স্বপ্নের কথাই জানান ২৮ বছর বয়সী দেশসেরা এই ওপেনার।

তামিমের ভাষ্য, ‘ক্যারিয়ার শেষে শীর্ষ ১০ ব্যাটসম্যানের একজন হতে চাই। ক্রিকেট ইতিহাসের সেরা ১০ ব্যাটসম্যান হওয়া খুবই কঠিন। তবে সমসাময়িক ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে থাকতে চাই। ’

সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে তামিম নাম লেখান বাংলাদেশ ক্রিকেটের নতুন ইতিহাসের পাতায়। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজারী ক্লাবে জায়গা করে নিয়েছেন ড্যাশিং এই ওপেনার। তবে এখানেই থামতে চান না তামিম।

এ প্রসঙ্গে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান করা গর্ব করার মতোই ব্যাপার। তবে এখানেই শেষ নয়। আমার স্বপ্ন আরও বড়। যত দিন খেলব, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব, চেষ্টা করব আরও বেশি রান করার। ’

তিন ফরম্যাটই নয়, ক্রিকেটের নির্দিষ্ট কোন সংস্করণে ১০ হাজার রান করার স্বপ্নও দেখেন ২৮ বছর বয়সী তামিম, ‘কার না এমন স্বপ্ন থাকে! যদি স্বপ্ন না দেখি, সেটা অর্জন করতে পারব না। তবে ১০ হাজার রান করতে হলে আমাকে সেভাবে খেলতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এটা এমন নয় যে, ভাবলাম আর হয়ে গেল!’

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে ১০ বছর পার করা তামিম জানালেন যাত্রাটা মোটেও সহজ ছিল না। তবে সব মিলিয়ে যেভাবে কেটেছে সময়টা তাতে খুশি বাঁ-হাতি এই ওপেনার, ‘যাত্রাটা মোটেও সহজ ছিল না। যখন শুরু করি, ঝটপট কিছু সাফল্য পেয়েছিলাম। ২০০৭ বিশ্বকাপে ভালো করেছিলাম। পরে ক্যারিয়ার নিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে। একজন ব্যাটসম্যান হিসেবে তখন আমার অনেক দুর্বলতা ছিল। দুর্বলতা এখনো যে পুরোপুরি কাটিয়ে উঠেছি, তা নয়। তবে মনে করি, অনেক কিছু কাটিয়ে উঠতে পেরেছি। এটা একটা ইতিবাচক দিক। আবার অনেক কিছু এখনো কাটিয়ে উঠতে পারিনি। সব মিলিয়ে ১০টা বছর যেভাবে কেটেছে, আমি খুশি। আর এতটা সময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটাও গর্বের বিষয়। ’

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। গত ১০বিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা

এক মাস পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা। আইসিসির প্রকাশিত তালিকাবিস্তারিত পড়ুন

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী