রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সৌম্যকে ঘিরেই যত প্রশ্ন

কোনোভাবেই ব্যর্থতার খোলশ ছেড়ে বেরুতে পারছেন না ড্যাসিং ক্রিকেটার সৌম্য সরকার। রান যেন সৌম্যর কাছে এখন অচ্ছুৎ! চেষ্টা করছেন, কিন্তু ধরতে পারছেন না। ২০১৬ সালের পর নতুন বছরের প্রথম দিনটাতেও ব্যর্থ বাঁ হাতি ব্যাটসম্যান। অথচ ২০১৫ সালটা ছিল স্বপ্নের।

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, মরনে মরকেলদের বিপক্ষে ১০৭ বলে ৯০ রানের যে ইনিংসটি খেলেছিলেন সৌম্য, সেটাকে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস বলা হয়। এর আগে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১২৭ রানের ম্যাচজয়ী ইনিংস। সেই সৌম্য এখন যেন নিজের ছায়ার সঙ্গে লড়াই করছেন। ব্যাট করতে নেমে ক্রিজে বল খুঁজে বেড়াচ্ছেন! একটা মাত্র স্কয়ার কাট দেখেই সৌম্যকে দলভুক্ত করেছিলেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে।

কোচ যে ভুল করেননি, তার প্রমাণ রাখেন বিশ্বকাপ ক্রিকেটে, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে। স্বপ্নের ২০১৫ সাল পার করার পর ২০১৬ সাল দুঃস্বপ্ন হয়েই থাকল তার। চেষ্টা করে, সুযোগ পেয়েও রানের দেখা পাননি। টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫, আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ এবং ওমানের সঙ্গে ১২ রান করেন। এর আগে অবশ্য পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ক্যারিয়ার সেরা ৪৮ রান করেছিলেন। টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ভারতে বিপক্ষে ব্যাঙ্গালুরুতে ২১, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাঙ্গালুরুতে ১, পাকিস্তানের বিপক্ষে কলকাতায় ২ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতায় ৫ রান করেন।

২০ ম্যাচ ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ওপেনার হিসেবে খেলা সৌম্য অফ ফর্মের জন্য খেলেছেন শেষ তিন ম্যাচ খেলেছেন ৫ ও ৭ নম্বরে। কাল নেপিয়ারের ম্যাকলিন পার্কে খেলেন ৫ নম্বরে। রান করেছেন শূন্য। ফারগুসনের সুইং ঠিকমতো বুঝতে না পেরে সহজ ক্যাচ দেন সৌম্য। অথচ তাকে একাদশে নেওয়ার নানান যুক্তি দিয়েছেন কোচ, ‘বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ওয়ানডে ও টি-২০তে একশর উপরে। ’ ভুল বলেননি কোচ।

ওয়ানডেতে স্ট্রাইক রেট ৯৯ এবং টি-২০তে ১১১.৫৬। কিন্তু তাতে কি তিনি তো পুরো নিউজিল্যান্ডে বোঝা হয়েই থাকলেন। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও ছিলেন ব্যর্থ। এক ওভার বোলিং করে রান দিয়েছে এক ছক্কা ও এক চারে ১৭! সিরিজের এখনো বাকি দুই টি-২০। তিনি খেলবেন কি না, একমাত্র কোচ হাতুরাসিংহেই জানেন এবং বলতে পারবেন। তবে রানে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিন ওয়ানডের ব্যর্থতা ঘুচিয়ে গতকাল ৫৮ বলে ৩ চার ও ৩ ছক্কায় খেলেন ৫২ রানের ইনিংস। বিডি প্রতিদিন

এই সংক্রান্ত আরো সংবাদ

৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকবিস্তারিত পড়ুন

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদেরবিস্তারিত পড়ুন

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

  • তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র
  • দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই