স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় ৩০ হাজার টাকা জরিমানা
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এক কিশোরী ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনামুল কবিরাজ নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় মাতব্বরা। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
উপজেলার গোপারপুর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের স্কুলপড়–য়া ওই কিশোরী মেয়েকে পৌর এলাকার মিনাজদী গ্রামের মজিবর কবিরাজের ছেলে এনামুল কবিরাজ প্রথমে মোবাইল ফোনে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে ওই কিশোরীর বাড়িতে যায় এনামুল। এসময় মেয়েটিকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে এনামুল। এক পর্যায়ে মেয়েটির চিৎকার শুনে লোকজন ছুটে এলে এনামুল পালিয়ে যায়। পরে এ ঘটনা ধাপাচাপা দিতে হারুন অর রশিদ, হাবিবুর রহমান মোল্লা, সরোয়ার মাতব্বরসহ বেশ কয়েকজন মিলে মীমাংসার মাধ্যমে এনামুলকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
তবে ওই ভিকটিম কিশোরীর বাবা রাজ্জাক হাওলাদার স্থানীয় মাতব্বর রায় মেনে নিয়েছেন।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ফরহাদ হোসেন বলেন, এ ঘটনায় আমাদের ইউপির সাবেক চেয়ারম্যান হারুন মাতব্বর ও গোপালপুর স্কুলের শিক্ষক হাবিবুর রহমান মোল্লাসহ কয়েকজন মিলে এনামুলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
মাদারীপুরের রাজৈররে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতবিস্তারিত পড়ুন
দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের পঞ্চম শ্রেণির এক শিকার শিশু
দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির একবিস্তারিত পড়ুন
মাদারীপুরে পিতৃহীন এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাধীন কর্নপাড়া গ্রামের পিতৃহীন এক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন