স্ত্রীর সামনে থেকে বাঘ তুলে নিয়ে গেল মৎস্যজীবী স্বামীকে

দীর্ঘক্ষণ থেকেই তাদের নজরে রেখেছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। নৌকাটি জঙ্গলের পাড়ে ঠেকতেই উল্টোভাবে বসে থাকা প্রভাসের ঘাড়ে লাফ মেরে পানিতে পরে যায় বাঘটি। মুহূর্তে প্রভাসকে ধরে নিয়ে উঠে যায় জঙ্গলের দিকে।
গৌরী ও কমলা নৌকার মাথায় বসে কাঁকড়া ধরার জন্য দোন ফেলছিল। নৌকার অন্যপ্রান্তে বসে গৌরির স্বামী প্রভাস মণ্ডল। হটাৎ ঝপাং করে আওয়াজ। পেছন ফিরে দেখতে না দেখতেই গৌরী ও কমলা দেখেন প্রভাসের ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছে একটি বাঘ। কিন্তু বাঘের মুখ থেকে স্বামীকে ছাড়িয়ে নিয়ে আসার মত সাহস হয়নি গৌরীর। সুন্দরবনের বাঘের অনেক গল্প শুনেছেন, এই প্রথম সামনে দেখে কার্যত নির্বাক হয়ে পড়েছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের পীরখালী ২ জঙ্গলের পাইনতলা ভরানী খালে।
প্রতিদিনের মত এদিনও গোসাবার বালি দুই দ্বীপের বিজয়নগরের গ্রামের বাসিন্দা গৌরী মণ্ডল ও স্বামী প্রভাস মণ্ডল গিয়েছিলেন কাঁকড়া ধরতে। সঙ্গে ছিল প্রতিবেশী এক নারী, কমলা মণ্ডল। দুপুর ২টা নাগাদ যখন তাঁরা কাঁকড়া ধরছিলেন পাইনতলা ভারানীর খালে, ঠিক তখনই অসাবধানতাবশত তাদের ডিঙি নৌকাটি জঙ্গলের পাড়ে চলে আসে। দীর্ঘক্ষণ থেকেই তাদের নজরে রেখেছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। নৌকাটি জঙ্গলের পাড়ে ঠেকতেই উল্টোভাবে বসে থাকা প্রভাসের ঘাড়ে লাফ মেরে পানিতে পরে যায় বাঘটি। মুহূর্তে প্রভাসকে ধরে নিয়ে উঠে যায় জঙ্গলের দিকে। চোখের সামনে এ হেন ঘটনায় কার্যত বোবা দর্শকের মত হয়ে যায় প্রভাসের স্ত্রী ও প্রতিবেশী নারী। বিকেল নাগাদ সজনেখালি বিট অফিসে এসে ঘটনার কথা জানায় তাঁরা। এরপর বনকর্মীদের একটি দল রওনা দেন ঘটনাস্থলের দিকে। যদিও সন্ধ্যা পর্যন্ত প্রভাসবাবুর খোঁজ মেলেনি।
ঘটনার পর থেকে কার্যত বোবা বেনে গিয়েছেন গৌরী দেবী। ইশারায় তিনি জানান স্বামীকে বাঘে তুলে নিয়ে গেছে। এ বিষয়ে তাদের প্রতিবেশী কমলা মণ্ডল বলেন, ‘আমরা কাঁকড়া ধরার জন্য নৌকার এক মাথায় বসে দোন ফেলছিলাম। কখন যে বাঘটি জঙ্গলের ধারে এসে বসেছিল তা খেয়াল করিনি। চোখের নিমেষে প্রভাসদাকে তুলে নিয়ে গেল। আমরা কিছুই করতে পারলাম না।’
এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কর্মকর্তা নীলাঞ্জন মল্লিক বলেন, ‘এক মৎস্যজীবীকে বাঘে তুলে নিয়ে যাওয়ার কথা শুনেছি। বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশিও করেছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।’
সূত্র: এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন