স্বামী-নববধূর একই সঙ্গে বিষপান: টেনশনে দাদার মৃত্যু
আলমডাঙ্গার তালুককররা গ্রামে বাল্যবিয়ের শিকার স্বামী-নববধূ একই সঙ্গে বিষ পান করেছেন। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিষপানের কথা শুনে ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বামী রাজুর দাদা মজিবর রহমান। বুধবার রাত ১০টার সময় আলমডাঙ্গার খাসকরার গ্রামে নববধূ সুমির পিতার বাড়িতে স্বামী-স্ত্রী একই সঙ্গে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান।
গ্রামসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের শাহাবুল হকের ছেলে রাজু আহমেদ হৃদয় (১৮) ও একই উপজেলার তালুককররা গ্রামের আবুল কাশেমের মেয়ে রিনা খাতুন সুমির (১৪) মাসখানেক আগে বিয়ে হয়।
এরই মধ্যে সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে তাদের মধ্যে শুরু হয় ঝামেলা। বুধবার দুপুরে পিতার বাড়ি থেকে রাজু তার স্ত্রী সুমিকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি তালুককররায় চলে আসেন। সেখানে সবার অজান্তে তারা একই সঙ্গে বিষপান করেন। সন্ধ্যায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বিষপানের কথা শুনে রাজুর দাদা মজিবর রহমান (৬০) স্ট্রোকে আকান্ত হয়ে রাতে মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জারি
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণেবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) নামে একবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন