হেরেও মেসির প্রশংসায় সেভিয়া কোচ
ফুটবল জাদুকর লিওনেল মেসি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, যাতে প্রতিপক্ষও তার প্রশংসায় পঞ্চমুখ হয়। এছাড়া নিজের দল, কোচ, ভক্তরা এমনকী অন্য দলের সমর্থকরাও মেসির প্রশংসা করে থাকে। এবার বিপক্ষ কোচও বার্সেলোনার মহাতারকার প্রশংসায় মাতলেন৷ মেসির প্রশংসায় পঞ্চমুখ সেভিয়ার কোচ সাম্পাওলি।
রবিবার রাতের ম্যাচে সোভিয়ার মাঠে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় বার্সেলোনা। গোল দুটি করেন মেসি আর সুয়ারেস। এই গোলের মাধ্যমে মেসি ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় স্বদেশি মেসির প্রশংসায় সোভিয়া কোচ সাম্পাওলি বলেন, “যখন মেসির মতো খেলোয়াড় একটা ম্যাচকে গুরুত্ব দেয়, তখন তা প্রতিপক্ষের জন্য খুবই কঠিন হয়ে যায়।”
একইসঙ্গে তিনি বলেন, “মেসি বিশ্বমানের খেলোয়াড়। যখন খেলা শুরু হয়, তাকে আটকাতে আপনি খুব অল্প কিছুই করতে পারেন। তার সতীর্থরাও একই রকম। আপনি যদি তাদের জায়গা দেন, তাহলে তারাও আপনাকে শেষ করে দেবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন