শনিবার, মে ৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

১১ নম্বর ‘ব্যাটসম্যান’ থেকে ওপেনার! কীভাবে হলো এই পরিবর্তন?

ব্যাট হাতে নামতেন সবার শেষে। ব্যাটিং লাইনআপের একাদশতম ব্যাক্তিকে যদি ‘ব্যাটসম্যান’ বলতে চান তবে বলতেই পারেন। কিন্তু সেই ১১ নম্বর ‘ব্যাটসম্যান’ ক্যারিবীয়ান তারকা সুনিল নারিন কিনা এখন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত ওপেন করে যাচ্ছেন! কে বলে সুনীল নারিন শুধু রহস্যময় বোলার? তিনি তো দুরন্ত ব্যাটসম্যানও। ব্যাট করতে নেমেই রুদ্রমূর্তি ধারণ করছেন নারিন। কিন্তু তার এই বদলে যাওয়ার রহস্য কী?

নারিনের এই পরিবর্তনের পেছনে রয়েছে ‘উইন্ডবল ক্রিকেট’। কিন্তু ‘উইন্ডবল ক্রিকেট’ ব্যাপারটা কী? ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মিনি প্রিমিয়ার লিগকে ‘উইন্ডবল ক্রিকেট’ বলা হয়। কংক্রিটের পিচে খেলা হয়। প্রতিটি ইনিংসের দৈর্ঘ্য হয় ৮ ওভার। যেহেতু ওভার সংখ্যা কম, তাই শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে হয়। নারিন এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ক্রিকেটার। শুধু নারিন কেন, ডোয়াইন ব্র্যাভো, কাইরন পোলার্ডের মতো ক্রিকেটারকেও উইন্ডবল ক্রিকেট খেলতে দেখা যায়।

একবার ব্র্যাভো বলেছিলেন, ‘উইন্ডবল ক্রিকেট খুবই সংগঠিত। তা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আয়োজিত টুর্নামেন্টকেও লজ্জায় ফেলে দেবে!’

১০ বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন এআর শ্রীকান্ত। নারিনকে এভাবে আগের আইপিএলের কোনো সিজনেই দেখা যায়নি। নারিনের পরিবর্তন দেখে সবাই বিস্মিত। শ্রীকান্ত কিন্তু একেবারেই বিস্মিত নন। কারণ তিনি জানেন পুরো বিষয়টি। ভারতের একটি প্রথম ইংরেজি দৈনিককে শ্রীকান্ত বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে সুনীলের বাড়িতে ট্রফির পর ট্রফি সাজানো। আইপিএল ছাড়া বাকি ট্রফিগুলো কিন্তু উইন্ডবল ক্রিকেটে মারকাটারি ব্যাটিংয়ের জন্যই। ‘

এই ফরম্যাটের ক্রিকেটে নারিন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। টাইমিং সম্পর্কে নারিনের ধারণা বেশ ভাল। খুব জোরে বল মারতে পারেন। ব্যাট সুইংও বেশ ভাল। উইন্ডবল ক্রিকেট খেলেই নারিন এখন বিধ্বংসী রূপে হাজির হয়েছেন।
sunil_k
দেখুন সুনিল নারিনের মারকাটারি ব্যাটিংয়ের পরিসংখ্যান।
শুধু আইপিএলে নয়, বিগ ব্যাশেও ওপেন করেছেন নারিন। এবার চোট পেয়ে ক্রিস লিন ছিটকে যাওয়ার পরেই নাইট শিবিরে আশঙ্কা তৈরি হয়েছিল। কে ওপেন করবেন, তা নিয়ে নিজেদের মধ্যে বিস্তর আলোচনাও চলে। জ্যাক কালিস, সাইমন কাটিচ ও লক্ষ্মীপতি বালাজি মিলে শেষে সিদ্ধান্ত নেয় অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে নারিনকেই পাঠানো হবে ওপেন করতে।

সেই নারিন এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন করেছেন ১৩৭ রান। সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে নারিনের ব্যাট কথা না বললেও, গুজরাট লায়ন্সের বিপক্ষে ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন। রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে বুধবার ১৬ রান করেন। নাইটদের আশা, নারিন নিজেকে আরও মেলে ধরবেন চলতি আইপিএলে।

এই সংক্রান্ত আরো সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা

এক মাস পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা। আইসিসির প্রকাশিত তালিকাবিস্তারিত পড়ুন

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ