১৩০০ সন্তানের পিতা ৮৭ বছর বয়সী এক পোস্টম্যান
এক নয়, দুই নয় গুণে গুণে ১৩০০ সন্তানের পিতা একজন! এ-ও কি সম্ভব? অথচ কুরুরাজ বিচিত্রবীর্যের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের ১০১ সন্তানের কথা শুনলে আমাদের কিন্তু বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না। আর সেখানে ১৩০০ সন্তান!
হ্যাঁ, ‘এইসময়’ কিন্তু এমনই খবর দিয়েছে তাদের এক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, অশীতিপর ১৩০০ সন্তানের বাবা! সংখ্যাটা আরও বেশিসংখ্যকও হতে পারে। তবে, ১৩০০ জনের বাবা যে তিনিই, ডিএনএ টেস্টে তা প্রমাণিত। ভদ্রলোক নিজে তা অস্বীকারও করেননি। তার এই ’কীর্তি’র জন্য এতটুকু লজ্জিতও তিনি নন।
ঘটনার সূত্রপাত ২০০১ সালে। সেসময় পিতৃপরিচয় জানতে প্রাইভেট ডিটেক্টিভের শরাণাপন্ন হয়েছিলেন দুই মার্কিনি। সেই তদন্ত গুটিয়ে আনতে পনেরোটা বছর লেগে যায়। সেই সূত্রেই গোয়্ন্দারা সন্ধান পান অবসরপ্রাপ্ত এক পোস্টম্যানের। যার বয়স এখন ৮৭।
তদন্তে প্রাইভেট গোয়েন্দারা জানতে পারেন, শুধু ওই দু’জনই নয়, আরও ১২৯৮ জনের বাবা এই পোস্টম্যান। ডিএনএ পরীক্ষা করেই তারা ওই পোস্টম্যানের ১৩০০ সন্তানের খোঁজ পেয়েছেন। তবে, প্রবীণ পোস্টম্যানের নাম-ধাম ফাঁস করতে নারাজ গোয়েন্দারা।
এদিকে এ প্রসঙ্গে সব শুনে এতটুকু বিচলিত বা লজ্জিত নন ৮৭ বছরের ওই বৃদ্ধ, বরং তিনি তরুণ বয়সের স্মৃতিতে ফিরে যান। তিনি জানান, সে একটা সময় কাটিয়েছি। মেয়েমহলে খুবই জনপ্রিয় ছিলাম।
এদিকে পনেরো বছর পরে বাবার খোঁজ পেলেও, ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেননি সম্তানরা।
তবে, এই খবরের সত্যতা কতটা, তা নিয়ে সেন্দেহ দেখা দিয়েছে। কিছু ওয়েবসাইট ফলাও করে এই খবর করলেও, কয়েকটি সাইট আবার খবরটি ভুয়ো বলেই দাবি করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন