৫০টিরও বেশি দেশের রাজধানী বলে দিচ্ছে ১৭ মাসের এই শিশু (ভিডিও)
ছোটবেলায় স্কুলে ভূগোলের ক্লাসে অনেকেরই ভয় থাকত। এই বুঝি টিচার অমুক দেশের রাজধানীর নাম জিজ্ঞেস করেন, তমুক শহর কোন দেশে অবস্থিত তা জিজ্ঞেস করেন। শুধু ছোটবেলা কেন, অনেক বড় বয়স পর্যন্ত সেই ভীতি পিছু তাড়া করত। পড়াশোনার পাঠ চুকিয়ে অনেকেই নিস্তার পেয়েছেন ভূগোলের ‘করাল’ দৃষ্টি থেকে। কিন্তু ভাবুন তো, এক দুধের শিশু চোখের নিমেষে অনর্গল বলে দিচ্ছে একের পর এক দেশের রাজধানীর নাম। অনেকে বুড়ো বয়সেও হোঁচট খান। সেখানে এক ১৭ মাসের শিশু যা করছে তা দেখলে সবাই লজ্জা পেয়ে যাবেন।
অনভ জয়াকর নামে এমনই এক ১৭ মাসের শিশুর কীর্তি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে, ওই শিশু চেক প্রজাতন্ত্র, পর্তুগাল, ইরান, এমনকী জর্ডানের মতো দেশেরও রাজধানী হাসির ছলে বলে দিচ্ছে। সবে বুলি ফুটছে, তাতেই আধো আধো ভাবে অবলীলায় এমন শক্ত শক্ত নাম বলে দিচ্ছে সে।
ইতিমধ্যেই ফেসবুকে এই ভিডিওটি ৬৫ হাজার ভিউ ছাড়িয়েছে। ৭৭৩টি শেয়ার ও ১৩০০ লাইক পড়েছে। সঙ্গের ভিডিওটি দেখুন আর আপনিও আওড়ান রাজধানীগুলির নাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন