৯০০ কোটি ডলারের ভারতীয় বিনিয়োগ আসছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান ভারত সফরে দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন খাতে ৯০০ কোটি ডলার বিনিয়োগে চুক্তি করেছে। সফরের দ্বিতীয় দিন শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির হারে উভয়পক্ষই সন্তুষ্টি জানিয়েছে। ”
চারদিনের সরকারি সফরে সাড়ে তিনশ সঙ্গী নিয়ে শুক্রবার ভারত যান প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গীদের মধ্যে মন্ত্রী, সরকারি কর্মকর্তা ছাড়াও বেসরকারি উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের আড়াইশ প্রতিনিধি আছেন।
এর আগে বাংলাদেশের বিদ্যুৎ, তরল প্রাকৃতিক গ্যাস ও বন্দরসহ একাধিক খাতে ভারতীয় প্রায় এক হাজার একশ কোটি ডলার বিনিয়োগ পাইপলাইনে রয়েছে বলে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার বরাতে গণমাধ্যমে খবর বেরিয়েছে।
শনিবার দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও পরে দ্বিপাক্ষিক বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা সই হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশেরে মধ্যে ব্যবসা-বাণিজ্য সহজ করতে বন্দরসহ বিভিন্ন ক্ষেত্রের সব বাধা দূর করতে হাসিনা ও মোদী একমত হয়েছেন।
এর মধ্যে ভারত বাংলাদেশের পাটপণ্যে আরোপ করা শিল্প সুরক্ষা (অ্যান্টি ডাম্পিং) শুল্ক নিয়ে নতুন করে ভেবে দেখবে বলে আশ্বস্ত করেছে। অন্যদিকে ভারতের নির্দিষ্ট কিছু পণ্যে ন্যূনতম আমদানি মূল্যের বিষয়টি বাংলাদেশ বিবেচনার আশ্বাস দিয়েছে।
ভারতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে জায়গা খুঁজতে এবং এই প্রক্রিয়া এগিয়ে নিতে দুই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
স্থলবন্দর ও শুল্ক স্টেশনগুলোর অবকাঠামো উন্নত করে পণ্য বিনিময় ও দুই দেশের জনগণের সম্পর্ক বৃদ্ধিতেও দুই প্রধানমন্ত্রী একমত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন