৯ বছর চেষ্টা করে ১১ বার ফেল করে শেষমেশ পাইলট হলেন এয়ার এশিয়ার অফিস বয়
প্রথমবার পরীক্ষায় বসলেন, ফলাফল-ফেল।
দ্বিতীয়বার পরীক্ষায় বসলেন, ফলাফল-ফেল।
আরও, আরও চেষ্টার পর তৃতীয়বার পরীক্ষায় বসলেন, ফলাফল-ফেল।
চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ একটানা দশবার একই পরীক্ষায় ফেল হওয়ার পর শেষ চেষ্টা। ‘হয় এবার নয় নেভার’। একাদশতম পরীক্ষায় পাস।
পরীক্ষার বিষয়-বিমান চালক হওয়ার পরীক্ষা (পাইলট) ছাত্র- এয়ার এশিয়ার অফিস বয়। পরীক্ষা- ১১ বার। ফলাফল- ১০ বার ফেল করে শেষবার পাস। সময়- ৯ বছর।
আজ থেকে ২৩ বছর আগে ৮ বছরের এক ছোট্ট বালক স্বপ্ন দেখেছিল ‘সে পাইলট হবে’। স্কুলে বন্ধুরা যখন একে একে বলেছে, ‘আমি ডাক্তার হব’, ‘আমি ইঞ্জিনিয়ার হব’, তখনও তাঁর কণ্ঠ কেঁপে ওঠেনি। বরং সোজা মেরুদণ্ড আর দৃপ্ত কণ্ঠে ম্যাডামের প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘ম্যায় পাইলট বননা চাহাতা হু’। বাবা মায়ের হাত ধরে যখন প্রথমবার মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর পা রেখেছিল সে, বাবাকে বলেছিল, “তুমি দেখো, আমি একদিন ওই আকাশযানের চালক হব”। মধ্যবিত্ত পরিবারের ছোট্ট ছেলের আকাশের পথকে শাসন করার স্বপ্ন সাধ্যির মধ্যে ছিল না। বার বার চেষ্টা করেও হারতে হয়েছে। দমে যায়নি। দীর্ঘ নয় বছরে, এগারো বারের চেষ্টায় সফল ৩১ বছরের কুগান তাঙ্গিসুরান। এয়ার এশিয়া বিমানের সমস্ত ট্রেনিং সম্পন্ন করে এবার বিমান চালাবেন কুগান ।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন