রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বুধবার, জুলাই ১০, ২০২৪

now browsing by day

 

আসামিসহ প্রিজন ভ্যান আটকে দিলো আন্দোলনকারী শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তৃতীয় দিনের‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে যানবাহন। এই আন্দোলন ঘিরে এবার আসামিসহ প্রিজন ভ্যান আটকে দিলো আন্দোলনকারী শিক্ষার্থীরা।বুধবার বিকাল ৩টার পর ডিএমপি মোহাম্মদপুর থানা থেকে ছেড়ে আসা একটি প্রিজন ভ্যান কাওরানবাজার মোড়ে প্রবেশ করতে চাইলে আন্দোলনকারীরা গাড়িটিকে অতিক্রম করতে বাধা দেয়। বাধার মুখে বাধ্য হয়ে আসামিবিস্তারিত পড়ুন

কোটা আন্দোলন: শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেছেন, “রাস্তায় আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না।” বুধবার বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ শুনানি শেষে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়ে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থার আদেশ দেন। চার সপ্তাহ পরবিস্তারিত পড়ুন

দশম দিনে গড়াল ঢাবি শিক্ষকদের কর্মবিরতি

প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটিকে বাতিলের দাবিতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার (১০ জুলাই) কর্মবিরতির দশম দিনে কলাভবনের মূল ফটকে অবস্থান নেন শিক্ষকরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, অনেকে আমাদের আন্দোলনকে নিয়ে ভুলভাবে ব্যাখ্যা দিচ্ছে। আমরা বলে দিতে চাই, সরকারের বিরুদ্ধে নয়, সরকারের হাতকে শক্তিশালী করার জন্যই এ আন্দোলন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আছি। কবে ক্লাসরুমে ফিরবেন এমন প্রশ্নের জবাবে জিনাত হুদা বলেন, এ প্রশ্নের উত্তর একমাত্র অর্থ মন্ত্রণালয়ের কাছেই। শিক্ষক সমাজের কাছে এ প্রশ্নের উত্তর নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তার ভাষ্য, ‘আমরা ক্লাস রুমে ব্যস্ত সময় পার করছিলাম, আমরা একটি স্থিতিশীল বিশ্ববিদ্যালয়ে ছিলাম, হঠাৎ করেই আমাদেরকে কারা এমন অবস্থায় নিয়ে এসেছে? এ প্রশ্নের উত্তর প্রশাসনের কাছেই আছে।’ সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া বলেন, আপনারা যখন কাউকে মিডিয়াতে ডাকবেন, তারা যেন শিক্ষকদের বিরুদ্ধে কোনো কথা না বলেন। এগুলো আমাদের আত্মসম্মানে লাগে। আপনারাও একসময় শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (৯ জুলাই) একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে ব্যারিস্টার তানজিমের বক্তব্যের নিন্দা জানিয়ে নিজামুল হক ভূইয়া বলেন, ‘আমরা জানি না এসব বক্তব্য উনারা কেন দেন। এগুলো অপকৌশল। এসব নিজেকে জনপ্রিয় করার প্রয়াস।’ শিক্ষকরা ছাড়াও এই পেনশন স্কিমের বিরুদ্ধে কর্মবিরতি পালন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও।

কোটা ইস্যু আদালতেই চূড়ান্ত নিষ্পত্তি, শিক্ষার্থীরা ক্লাসে ফিরুক: কাদের

কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি পরিহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার। এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাই।’ বুধবার (১০ জুলাই) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি ৷ সংবাদ সম্মেলনে আরও ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সেতুমন্ত্রী বলেন, আদালত কোটা সংস্কার নিয়ে চার সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। শিক্ষার্থীদের নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান করেছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন বলেও আশা করেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন নিয়ে আওয়ামী লীগের অন্যতম এই শীর্ষনেতা বলেন, ‘শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে। অচিরেই এ সমস্যার সমাধান করা হবে।’ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানান সড়ক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল কিছুটা অসুস্থ। এ ছাড়া চীনে প্রধানমন্ত্রীর সব প্রোগ্রাম শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রিযাপন না করে ঢাকার পথে রওনা দেবেন।

রূপগঞ্জের বরপার আস্তানায় বিশ্রাম নিত জঙ্গিরা: এটিইউ

দলীয় নির্দেশনা এবং বিশ্রাম নিতে সারাদেশ থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ বরপায় একটি আস্তানায় আসতো। মূলত এ আস্তানাটি ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছিল জঙ্গি সদস্যরা। গতকাল মঙ্গলবার জঙ্গি আস্তানার ‘প্রধান সমন্বয়কারী’ জাভেদ আবীর ওরফে এনামুলকে গ্রেপ্তারের পর এসব তথ্য পেয়েছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। সংস্থাটি বলছে, এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের আগে বরপার আস্তানায় আসত জঙ্গিরা। পরে ওই আস্তানা থেকে পরবর্তী দিকনির্দেশনা পেয়ে টার্গেট গন্তব্যে যেত। মূলত বরপার আস্তানাটি আনসার আল ইসলামের সদস্যরা তাদের ট্রানজিট আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল। বুধবার এটিইউর অপারেশন শাখার পুলিশ সুপার ছানোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, বিভিন্ন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সমন্বয় করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন আনসার আল ইসলাম। আন্তর্জাতিক ‘জঙ্গি’সংগঠন আল কায়দা ভারতীয় উপমহাদেশ শাখার কার্যক্রম অনুকরণ ও অনুসরণ করে কার্যক্রম চালানো এ সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় ফের আস্তানা গড়ে তুলছে। ঢাকার আশেপাশে তারা আস্তানা গড়ে সারাদেশে থাকা সংগঠনের সদস্যদের ট্রানজিট রুট হিসেবে ব্যবহারও করছে। পুলিশের এন্টি টেরোজিম ইউনিট রূপগঞ্জে জঙ্গি আস্তানার প্রধান জাবেদ হোসনকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে। পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, গত ৯ জুন নেত্রকোনার সদর থানার কাইলাটি ইউনিয়নের বাসা পাড়া গ্রামে একটি খামার বাড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রশিক্ষণ কেন্দ্র থাকার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে এটিইউ। ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিপুল পরিমান গোলাবারুদ এবং বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। অভিযানের ধারাবাহিতকায় ওই প্রশিক্ষণ কেন্দ্রর সমন্বয়কারী হিসেবে পারভীন আক্তার নামে এক নারী উগ্রবাদীর নাম পাওয়া যায়। পরে কক্সবাজার এলাকা থেকে পারভীন আক্তারকে গ্রেপ্তার করে এটিইউ। তার দেয়া তথ্যে পাওয়া যায় নারায়নগঞ্জের রুপমগঞ্জ থানার বরপা এলাকায় আনসার আল ইসলামের একটি আস্তানা রয়েছে। ওই আস্তানায় আনসার আল ইসলামের সদস্যদের নিয়মিত যাতায়াত আছে। এমন তথ্যের ভিত্তিত্বে এটিউর বোম ডিস্ফোজাল ইউনিট বরপা এলাকার আস্তানায় অভিযান পরিচালনা করে। তবে অভিযানের আগেই সেখানে থাকা জঙ্গিরা পালিয়ে যায়। পরে আস্তানাটি ঘেরাও করে অভিযান চালিয়ে বেশকিছু বোমা ও বোমা তৈরীর নানাবিধ সরঞ্জাম উদ্ধার হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাবেদ হোসেন নামের একজন ওই আস্তানার জন্য ঘর ভাড়া নিয়েছিলেন। জাবেদকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করে এটিইউ। মঙ্গলবার টঙ্গির স্টেশন রোড থেকে জাবেদকে গ্রেপ্তার করা হয়। এসপি ছানোয়ার জানান, জাবেদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বরপায় ওই আস্তানাটি কয়েকমাস আগে ভাড়া নেওয়া হয়েছিলো। সারাদেশে আনসার আল ইসলামের সক্রিয় সদস্যরা এ আস্তানায় এসে বিশ্রাম নিতেন। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের আগে বরপার আস্তানায় আসতেন। পরে ওই আস্তানা থেকে পরবর্তী দিকনির্দেশনা পেয়ে টার্গেট গন্তব্যে যেতেন। মূলত বরপার আস্তানাটি আনসার আল ইসলামের সদস্যরা তাদের ট্রানজিট আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিলেন। এক প্রশ্নের জবাবে এসপি সানোয়ার বলেন, গোয়েন্দা তথ্যের মাধ্যমে নেত্রোকোনার আস্তানায় অভিযান পরিচালনার পর সমন্বয়কারী পারভীনকে গ্রেপ্তার করার পর জানা গেছে, নেত্রোকোনার বাসাপাড়া গ্রামের একটি খামার বাড়ি জঙ্গিরা মাছ চাষের করবেন জানিয়ে লিজ লেন। কিন্তু মাসের চাষের অন্তরালে সেখানে আনসার আল ইসলামের সক্রিয় সদস্যদের সারাদেশ থেকে রিক্রুট করে নানাবিধ প্রশিক্ষণ দেওয়া হতো। বোমা তৈরী কিভাবে করা হয়, সেগুলো কিভাবে বিভিন্ন হামলায় ব্যবহার করা হবে, জঙ্গিদের টার্গেট ব্যক্তিদের উপর কিভাবে হামলা করা হবে, সেই হামলায় অস্ত্রের ব্যবহার কিভাবে হবে এসবের প্রশিক্ষন দেওয়া হতো। ওই প্রশিক্ষন কেন্দ্রে গত ৪ বছরে শতাধিক সদস্যকে প্রশিক্ষন দিয়েছিলো গ্রেপ্তারকৃত জাবেদ। নেত্রকেনার আস্তানায় অভিযানের পর জাবেদ বরপা এলাকায় নতুন আস্তানা গড়ে তুলেছিলেন। ওই আস্তানার কার্যক্রম সমন্বয় করতেন জাবেদ নিজে। গ্রেপ্তারকৃত জাবেদ হোসেনও নেত্রকোনায় ‘আনসার আল ইসলাম’ এর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করে বোমা তৈরীতে অভিজ্ঞতা অর্জন করেন। অভিজ্ঞতার কারনে তিনি তার নিজ ভাড়া বাসায় বোমা তৈরী করে আসছিলেন। এর আগে অনলাইনে উগ্রবাদী প্রচরনা করার অভিযোগে জাবেদ একবার গ্রেপ্তার হয়েছিলো কয়েক বছর আগে। ওই মামলায় ৬ মাস কারাভোগ করে জামিন পান। জামিনে এসে জাবেদ সক্রিয়ভাবে আনসার আল ইসলামের কার্যক্রম নিজেকে জড়ায়। অন্য এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার ছানোয়ার বলেন, আনসার আল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ওপর হামলায় নিস্ত্রিয় থাকলেও অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। তাদের সঙ্গে সমন্বয় করে আনসার আল ইসলামের সদস্য আবারো দেশব্যাপী সক্রিয় হওয়ার মধ্য দিয়ে নিজেদের শক্তিশালী করার চেষ্টা করছে। ইতোমধ্যে তাদের অর্থদাতা হিসেবে যারা সহযোগিতা করছে এমন কিছু ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে। এছাড়া সংগঠনটি যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের বিষয়ে তথ্য পেয়েছে এটিইউ। তদন্তের স্বার্থে এখন এসব ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

অসুস্থ মেয়ের জন্য আগেভাগেই বেইজিং থেকে ফিরছেন প্রধানমন্ত্রী

চীনে দ্বিপক্ষীয় সফর শেষ করে একদিন আগে বুধবার রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসুস্থ মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ঢাকায় সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার বেইজিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। পূর্বনির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রীর বেইজিং থেকে ঢাকার উদ্দেশে যাত্রার কারণও ব্যাখ্যা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল ১১ জুলাই। সেটি না হয়েবিস্তারিত পড়ুন

রাজধানীর রেলপথ ছেড়েছেন শিক্ষার্থীরা, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধ করে রাখা রেলপথ থেকে সরে গেছেন শিক্ষার্থীরা। এতে করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। বুধবার বিকালের দিকে শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে যান বলে জানান ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস। তিনি জানান, শিক্ষার্থীরা রেললাইন থেকে বিকাল ৫টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে। এ দিন দুপরে রাজধানীর কারওয়ান বাজারসহ বেশকিছু রেলপথে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এতে করে বন্ধ হয় ট্রেন চলাচল। এদিকে রাজধানীর চানখারপুল ও আনন্দবাজার রোড সংলগ্ন হানিফ ফ্লাওয়ার ঢাল থেকেও শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। স্থানীয় দোকানিরা জানান, বিকাল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্মুখের সড়কে অবস্থান করা শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হচ্ছে। সরকারি চাকরির সব গ্রেডে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চেয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বিকালে অন্যান্য এলাকা ছেড়ে শাহবাগ মোড়ে যান। সকালে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) দেন আপিল বিভাগ। ফলে আপাতত কোটা বাতিল করে দেওয়া পরিপত্র বহাল থাকবে। আন্দোলনকারীরা এ আদেশে হতাশা প্রকাশ করেন। তারা বলছেন, আদালতের ‘ঝুলন্ত রায়’ তারা মানেন না। তারা স্থায়ী সমাধান চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।