শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

এসএমএস দিয়ে প্রবাসীর কাছে পুলিশের চাঁদা দাবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলমের বিরুদ্ধে মুঠোফোনে এসএমএস দিয়ে এক প্রবাসীর কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এসআই সাইফুল আলমের বিরুদ্ধে জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাদ্দাম নামের ওই সৌদি আরব প্রবাসী।

লিখিত অভিযোগের সঙ্গে এসআই সাইফুল আলমের পাঠানো এসএমএস’র একটি প্রিন্ট কপিও সংযুক্ত করে দেয়া হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর গ্রামের মৃত আবদুর রউফের ছেলে সাদ্দাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকরি করছেন। এ সুবাদে বৈধ চাকরি-ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে থাকেন। গত দেড় মাস আগে সাদ্দাম বাংলাদেশে আসার পর এসআই সাইফুল আলমের সঙ্গে পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরে এসআই সাইফুল প্রায়ই সাদ্দামের কাছ থেকে টাকা ধার নিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অখিযোগে আরও বলা হয়, সর্বশেষ ৭ মে সাদ্দামের মুঠোফেনে এসএমএস পাঠিয়ে সোনালী ব্যাংকের কুষ্টিয়া জেলার হরিনারায়ণপুর শাখার একটি হিসাব নম্বর দিয়ে ৫০ হাজার টাকা চান এসআই সাইফুল।

সাদ্দাম ৩০ হাজার টাকা যোগাড় করে আশুগঞ্জ গোল চত্বরে নিয়ে গেলে এসআই সাইফুল ক্ষিপ্ত হয়ে ৫০ হাজার টাকা না দেয়ায় তাকে মারধর করে ও হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এসময় সাদ্দামের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে তাকে ছেড়ে দেন এসআই সাইফুল।

এ ঘটনার পর এসআই সাইফুলের কাছে সাদ্দাম যদি তার পূর্বের পাওনা টাকা ফেরত চান তাহলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জেল খাটানো হবে বলে হুমকি দেয়া হচ্ছে।

এ অবস্থায় এসআই সাইফুলের দুর্নীতি ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাদ্দাম।

প্রবাসী সাদ্দাম হোসেন শুক্রবার বিকালে জানান, পুলিশ সুপারের কাছে অভিযোগ দেয়ার নানাভাবে চাপ দিয়ে আসছে এসআই সাইফুল আলম। এসময় তিনি এই কমকর্তার বিচার দাবি করেন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত এসআই সাইফুল আলম জানান, আশুগঞ্জের সাদ্দামকে আমি চিনি। তবে তার মোবাইলে আমার এসএমএসটি ভুলক্রমে গেছে। ওই এসএমএমটি সাইপ্রাসে থাকা আমার ছোটভাই সাদ্দাম আমাকে দিয়েছিল। দু’জনের নাম সাদ্দাম হওয়ায় এই সমস্যা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, তদন্ত করে এসআইয়ের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পরীক্ষা দিতে যাওয়া নৌকাডুবিতে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা

পরীক্ষা দিতে যাওয়ার সময় ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পাগলাবিস্তারিত পড়ুন

রাতে তাল তলায় নিয়ে অস্ত্রের মুখে ভাগ্নিকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মনগর গ্রামে সোমবার গভীরবিস্তারিত পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে যাওয়ার সময় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ!

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নে ছয় বছর বয়সী একবিস্তারিত পড়ুন

  • ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৮৪০ হেক্টর বোরো ফসল পানির নিচে
  • মন্ত্রী ছায়েদুলের আগমন নিয়ে উত্তেজনা : ৪ উপজেলায় ১৪৪ ধারা
  • মঠবাড়িয়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও ছেলে গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
  • মহিলা আওয়ামীলীগের দুই গ্রুপের দ্বন্দ্ব, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড
  • ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবীগঞ্জের সেই ‘মামা হুজুর’ নিহত
  • সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা কাজী আনোয়ার আর নেই
  • ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার
  • বিকেলে ধরে নিয়ে গেল পুলিশ, সকালে গুলিবিদ্ধ লাশ
  • অভাবের তাড়নায় ৫’শ টাকায় সন্তান বিক্রি করলেন মা!
  • সার্চ কমিটি নিরপেক্ষ : আইনমন্ত্রী