শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বাঁশির সুরে চলে অন্ধ সুভাষের সংসার

হঠাৎ আকাশে-বাতাসে ভেসে আসছে বাঁশির সুর। কখনো ‘ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা’, কখনো ‘যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে’, আবার জনপ্রিয় ভারতীয় গান ‘বহুত পেয়ার করকে তোমারি সানাম’- এমন ডজনখানেক গানের সুর কানে আসে। এতে মনে হবে হয়তো দেশবরেণ্য কোন বংশীবাদক বুঝি সুর তুলেছেন। আসলে তেমন কিছুই নয়- দৃষ্টিপ্রতিবন্ধি সুভাষ বিশ্বাস চাঁদপুর শহরের আনাচে-কানাচে এভাবেই বাঁশিতে সুর তোলেন। তার বাঁশির সুরের জাদুর গল্প শোনাচ্ছেন রিফাত কান্তি সেন-

বাঁশির সুর শুনে দূর থেকে অনেকেই ভাবতে পারেন- হয়তো কোন প্রতিষ্ঠিত বংশীবাদক বুঝি বাঁশিতে সুর তুলেছেন। আবার অনেকে ভাবতে পারেন- ছোট-খাটো কোন কনসার্টে বোধহয় স্পেশ্যালিস্ট কেউ বাঁশিতে সুর তুলেছেন। কিন্তু তেমন কিছুই নয়! জীবিকা নির্বাহের তাগিদে দৃষ্টিপ্রতিবন্ধি সুভাষ বিশ্বাস বাঁশি বাজিয়ে মানুষের মনের তৃপ্তি মিটিয়ে পয়সা নিচ্ছেন। ডজনখানেকের ওপর গানের সুর বাঁশিতে তুলতে সক্ষম তিনি।

প্রতিদিনই শহরের বিভিন্ন পয়েন্টে বাঁশিতে সুর তোলেন সুভাষ। মুহূর্তেই তার বাঁশির সুর শুনতে থমকে যান শহরের পথচারীরা। তার বাঁশির সুরে মুগ্ধ হন হাজারো শ্রোতা। বাঁশির সুর শুনে অনেকেই টাকা-পয়সা দিয়ে যান তাকে। সেই টাকাতে চলে তার টানাটানির সংসার। শহরের কালিবাড়ি, জোরপুসকনির পাড়, লেকের পাড়, কলেজ প্রাঙ্গনসহ শহরের বিভিন্ন স্থানেই তাকে বাঁশি বাজাতে দেখা যায়। বাঁশি বাজিয়ে প্রতিদিন ২-৩শ’ টাকা উপার্জন করেন তিনি।

প্রতিভাবান এ বংশীবাদক বিখ্যাত কোন সুরকার না হলেও তার সুরের মূর্ছনায় হৃদয়ে প্রেমের শিহরণ জাগায়। তাই তো মাঝে মাঝে তার বাঁশিতে সুর ওঠে, ‘তোমায় হৃদ মাজারে রাখবো ছেড়ে যাবো না’। জন্ম থেকে দৃষ্টিহীন সুভাষ বিশ্বাসের জন্ম বরিশাল জেলায়। সেখান থেকে মেঘনা পাড়ের শহর চাঁদপুরে পাড়ি জমান। বাবা হরলাল বিশ্বাস। বাঁশি বাজানো শিখেছেন কাকার কাছ থেকে। যা কিনা পরবর্তীতে তার জীবিকা নির্বাহের একমাত্র পন্থা হয়ে দাঁড়িয়েছে।

স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার টানাটানির সংসার। বড় মেয়ে রুমা তার পথচলার সাথী। যে বয়সে বই নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে বয়সেই সংসারের প্রয়োজনে বাবাকে নিয়ে পথে-প্রান্তরে ছুটে বেড়াতে হচ্ছে ছোট্ট শিশুটিকে। অন্যদিকে বয়সের ভারে দিনদিনই নিস্তেজ হতে চলেছে সুভাষ বিশ্বাসের দম। তাই তো সৃষ্টিকর্তার উপর ক্ষোভ প্রকাশ করে বাঁশিতে সুর তোলেন, ‘মধু হই হই বিষ কাওয়াইলা’।

কষ্টের এই জীবন যাপন নিয়ে কথা হয় সুভাষ বিশ্বাসের সাথে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘অহন আর রতে দেয় না। দম ফুরাইয়া আইয়ে। আপনেরে কইয়া লাভ কী? আমাগো অনুভূতি শুধু লিখেনই। কামের কাম তো কিছুই অয় না।’

বিষয়টি নিয়ে কথা হয় চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর রজত শুভ্র সরকারের সাথে। তিনি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এলে ২০১৮ সালের ১ জানুয়ারি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়। এছাড়া যদি তার স্ত্রী ছোট-খাটো কোন ব্যবসা করতে চান, প্ল্যানসহ এলে আমরা সে বিষয়টিও গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবো।’

সুভাষ বিশ্বাসের বাঁশির সুর শুনুন ভিডিওতে

Posted by Rifat Kanti Sen on Thursday, August 9, 2018

এই সংক্রান্ত আরো সংবাদ

কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল

আমার বাবা ভিক্ষা করতো, মা রাজমিস্ত্রীর কাজ করতো। সংসারে খুববিস্তারিত পড়ুন

তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?

আবহমানকাল থেকেই উৎসব-পার্বণ ছাড়াও বাঙালি মহিলাদের কপালে শোভা পায় নানাবিস্তারিত পড়ুন

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা

৯ মার্চ বসবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৪’-এর ৭১তম আসর। এ প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন

  • কিশোর বয়সে কেন ধুমপানে আসক্ত হচ্ছে ?
  • রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করলেন নূর উদ্দিন শামীম
  • সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার তরুণী
  • ব্যতিক্রমী শিল্প গড়ে বাংলাদেশি তরুণের চমক! তাও বালু দিয়ে !
  • আমাদের অহংকার বাংলাদেশের নারীঃ যুক্তরাষ্ট্রে গাড়ি প্রকৌশলে বাংলাদেশি নারী
  • মেহেদী রাঙা হাতে ঢাবি ছাত্রীরা
  • তিথির জন্য দেড় লাখ টাকা জোগাড় হয়েছে
  • ২১ রিসোর্টের তথ্য এক নজরে, সবগুলোই ঢাকার আশেপাশে !
  • পেশি তৈরিতে সাহায্য করবে যেসব খাবার
  • বাংলাদেশে এই প্রথমবারের মতো গিটারের জাদুকর ঢাকায় আসছেন
  • পুরো দেশ অবাক ! বিরল এক বিয়ের ঘটনা বাংলাদেশে !