শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বার্সাকে ‘অসম্মান’ করেননি নেইমার

নেইমারের প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যাওয়ার গুঞ্জনটি ছড়িয়েছিল বার্সেলোনার প্রাক-মৌসুম সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে। বার্সার ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, এ ভাবনা থেকে হয়তো তখন মুখে কুলুপ এঁটেছিলেন ব্রাজিলিয়ান এ স্ট্রাইকার। দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে শেষ পর্যন্ত পিএসজিকে নিজের নতুন ঠিকানা বানিয়ে নেইমার বললেন, বার্সাকে তিনি এতটুকু অসম্মান করেননি।

প্যারিসের উদ্দেশে রওনা দেওয়ার আগে বার্সেলোনা বিমানবন্দরে কাতালান ক্লাবটির সমর্থকেরা ছেঁকে ধরেছিলেন নেইমারকে। অনেকেই শেষবারের মতো বার্সার জার্সিতে তাঁর অটোগ্রাফ চেয়েছিলেন। বাবা ও এজেন্টকে নিয়ে ব্যক্তিগত জেট বিমানে ওঠার আগে নেইমার অবশ্য সব বার্সা-ভক্তের দাবি মেটাতে পারেননি! প্যারিসে বেলা তিনটায় পা রাখার পর তাঁকে নিয়ে যাওয়া হয় পিএসজির সদর দপ্তর পার্ক দেস প্রিন্সেসে। সেখানে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় নেইমারকে। ফরাসি ক্লাবটির হয়ে প্রথম সংবাদ সম্মেলনেই বার্সা-ভক্তদের ভুল ভাঙালেন নেইমার।

২৫ বছর বয়সী এ স্ট্রাইকারের পিএসজিতে যোগ দেওয়া নিয়ে এমনিতে ক্ষুব্ধ বার্সার সমর্থকেরা। নেইমারকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘ভাড়াটে’ অভিহিত করে ন্যু ক্যাম্পের আশপাশে পোস্টার সেঁটেছিলেন ক্লাবের ভক্তরা। পিএসজির সংবাদ সম্মেলনে বার্সা সমর্থকদের ভুল ভাঙাতে চাইলেন নেইমার, ‘দুঃখ লাগছে যে সমর্থকেরা…এটা তারা ভাবতে পারে। তবে আমি কিছুতেই তাদের কিংবা বার্সাকে এতটুকু অসম্মান করিনি। সব খেলোয়াড়ের ক্লাবে থেকে যাওয়া কিংবা ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তারা কোথাও থেকে যেতে বাধ্য নয়। চলে যেতে চাইলে সঠিক সময়ে আমার যাওয়ার অধিকার রয়েছে।’

বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন ছিল, সেটিই বললেন নেইমার, ‘বার্সেলোনা শহর ও দলের সঙ্গে আমি মানিয়ে নিয়েছিলাম। সেখানে আমার বন্ধুবান্ধব আছে, তাই এটা সহজ ছিল না। ভীষণ দুশ্চিন্তা গেছে, জীবনে কী করব, তা নিয়ে ভেবেছি। সেখানে অনেক বন্ধু রেখে এসেছি। কিন্তু ফুটবলে সবকিছুই দ্রুত ঘটে যায়। বন্ধুত্বের জন্য বার্সা সতীর্থদের প্রতি ধন্যবাদ রইল। চার বছর সেখানে খুব সুখেই ছিলাম। কিন্তু ভাবলাম বিদায় নেওয়ার এটাই সময়।’

বার্সা ছেড়ে কেন পিএসজি বেছে নিয়েছেন নেইমার, নানা কথাই শোনা গেছে গত কিছুদিনে। কিন্তু তাঁর নিজের যুক্তি কী, সেটাই আজ বললেন নেইমার, ‘প্যারিসের মতো বড় ক্লাবে আসতে পেরে ভীষণ সন্তুষ্ট। শহরটাও দারুণ। এ ক্লাবের লক্ষ্য ঠিক আমার মতোই। আমি আরও বড় চ্যালেঞ্জ চাই। এখানে নিজের সবটুকু নিংড়ে দিয়ে দলকে শিরোপা জয়ে সাহায্য করতে চাই।’

পিএসজিতে বছরে ৩ কোটি ইউরো পারিশ্রমিক পাবেন নেইমার। অনেকেরই ধারণা, অর্থের লোভে পড়ে তিনি যোগ দিয়েছেন পিএসজিতে। কিন্তু নেইমার জানালেন অর্থ নয়, তিনি হৃদয়ের দাবি শুনেছেন, ‘কখনো অর্থ আমাকে পরিচালিত করেনি। হৃদয় যা বলেছে, তা-ই শুনেছি। খারাপ লাগছে যে মানুষ এটা ভাবছে। পিএসজিকে ধন্যবাদ কারণ তারা আমার সম্ভাবনায় আস্থা রেখেছে।’ সূত্র: এএফপি।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা