শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মহাসঙ্কটে ভারত-ইংল্যান্ড ওয়ানডে ও টি-২০ সিরিজ

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদ থেকে সরে যেতে হয়েছে সভাপতি অনুরাগ ঠাকুরকে। সঙ্গে সরতে হয়েছে সচিব অজয় শিরকেকেও। এই অবস্থায় আসন্ন ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ও টি-২০ সিরিজ নিয়ে মহাসংশয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খবর এবিপির।

যাদের সই করার ক্ষমতা ছিল তারা কেউ নেই। কী ভাবে হবে সিরিজ সেটাই এখন লাখ টাকার প্রশ্ন এটাই। সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজও প্রায় বন্ধ হতে বসেছিল। কারণ লোঢা কমিটি জানিয়ে দিয়েছিল রাজ্য সংস্থাগুলোকে কোনও টাকা দিতে পারবেন না বিসিসিআই। এর পর অবশ্য টেস্ট সিরিজের জন্য রাজ্য সংস্থাগুলোকে টাকা

দেওয়ার অনুমতি দেয় আদালত। যদিও তার পরিমান বেঁধে দেওয়া হয়েছিল। এ বার অবশ্য অন্য সমস্যার সামনে বোর্ড। এই মুহূর্তে বোর্ডের দায়িত্বে নেই কেউ।

বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা বলেন, ”আমরা সবাই সংশয়ে। ম্যাচ আয়োজন করবে রাজ্য সংস্থা। কিন্তু এই মুহূর্তে জানি না দায়িত্বে কে।”

১০ ও ১২ জানুয়ারি মুম্বাইয়ে ইন্ডিয়া এ-র বিরুদ্ধে দুটো অনুশীলন ম্যাচ খেলবে ইংল্যান্ড। প্রখম ওডিআই ১৫ জানুয়ারি পুণেতে। দু’সপ্তাহ আগেই শেষ হয়ে গিয়েছে সেই ম্যাচের টিকিট। তার পর মধ্যেই এই সঙ্কটে সমস্যায় বিসিসিআই। অতীতে বোর্ড সব সময়ই ম্যাচ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। কিন্তু লোঢা প্যানেল কখনওই তেমন কিছু করার পক্ষে ছিল না যেটা ক্রিকেট খেলাকে আক্রান্ত করবে।

”সব ঠিক ঠাকই চলছিল। কিন্তু সামনে যে খেলা রয়েছে তাতে দুই সংস্থার দুই শীর্ষ কর্তাই নেই। মুম্বাইয়ের শারদ পাওয়ার ও পুণের অজয় শিরকে। সমস্যায় রাজ্য সংস্থাগুলো। অনেকেই তাদের সাইনিং অথরিটি হারিয়েছেন। একটা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যেটা ভীষণই গুরুত্বপূর্ণ। এখন আমাদের পুরোটাই নতুন করে সাজাতে হবে। এর পর দেখা যাক কী হয়,” বলেন বিসিসিআই কর্মকর্তা। বাকি দুটো একদিনের ম্যাচ হবে কটক ও কলকাতায়। তিনটি টি-২০ হবে কানপুর, নাগপুর ও বেঙ্গালুরুতে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা