শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মুস্তাফিজ দলে নেই দেখে স্টেডিয়ামে আসেনি হায়দরাবাদের অনেক দর্শক!

পুরোপুরি ফিট না হওয়াতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক একমাত্র টেস্টে ছিলেন না টাইগার দলের অন্যতম বোলার মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদ জাননি মুস্তাফিজ। তবে হায়দরাবাদের সমর্থকদের খুবই মিস করেছেন আইপিএল মাতানো মুস্তাফিজকে। এমনকি প্রিয় তারকা দলে নেই দেখে স্টেডিয়ামে আসেননি হায়দরাবাদের অনেক ক্রিকেট সমর্থক!

আইপিএলে প্রথমবারের ন্যায় অংশ নিয়ে বাংলাদেশ ও হায়দরাবাদের মানুষের মাঝে সেতু বন্ধন তৈরি করেছেন মুস্তাফিজ। আইপিএলের শুরুতে বাংলাদেশের মানুষের আগ্রহ ছিল কলকাতা নাইট রাইডার্সকে ঘিরে। তাও সাকিবের কারণে। সেই আগ্রহ আরও ছাড়িয়ে যায় মুস্তাফিজ হায়দরাবাদে নাম লেখানোর পর থেকে।

মুস্তাফিজের দল হায়দরাবাদে প্রথম টেস্ট খেলবে সেজন্য হায়দরাবাদের মানুষের খুশির সীমা ছিল না। অনেকের কাছে বাড়তি পাওনা হিসেবে এসেছিল কাটার মাস্টারের খেলা দেখা। কিন্তু সেই আগ্রহে ভাটা পড়ে মুস্তাফিজকে দলের সঙ্গে না দেখে। এমনকি ছুটির দিনগুলোতে দর্শকের সংখ্যা সেভাবে বাড়েনি স্টেডিয়ামে।

তবুও রাজীব গান্ধী স্টেডিয়ামের ২২ গজে না থেকেও মুস্তাফিজ হায়দরাবাদ টেস্টে ছায়া হয়ে ছিলেন প্রত্যেকটি ভক্তের হৃদয়ে। হায়দরাবাদের সমর্থকরা অনেকেই জানতেন না দলে নেই তরুণ এই বিস্ময় বালক। যারা জানতেন না মাঠে এসে তাদের যারপনাই হতাশ হতে হয়েছে। অনেকে বিস্ময় প্রকাশ করেছেন মুস্তাফিজকে দলে না দেখে। পরে যখন জেনেছেন ইনজুরিতে আক্রান্ত মুস্তাফিজ। তখন শুভকামনা জানাতে মোটেও কার্পণ্য করেননি।

হায়দরাবাদের মানুষের আগ্রহ মূলত বেড়েছে মুস্তাফিজের আইপিএল বাজিমাত। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। আর তাতেই হায়দরাবাদবাসী ভক্ত বনে গেছে মুস্তাফিজের।

মুস্তাফিজের দ্যুতির চূড়ান্ত রূপায়ন হয় আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। ওই আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি হায়দরাবাদবাসীর মনও জয় করে ফেলেন তিনি।

তাই বাংলাদেশের এই কাটার মাস্টারকে হায়দরাবাদবাসী কতটা ভালোবাসে, টেস্টের পাঁচদিনে প্রতিটি মুহূর্তেই তা স্পষ্ট হয়েছে। হায়দরাবাদের রাজ শেখর নামের স্থানীয় এক ব্যবসায়ী ম্যাচের চতু্র্থ দিন দেশের প্রথম সারির একটি অনলাইনকে বলেছেন, ‘এই ম্যাচে যদি মুস্তাফিজ খেলতো। তবে ভারত প্রথম ইনিংসে এত রান করতে পারতো না। বাংলাদেশের ম্যাচটি জেতার সম্ভবনা তৈরি হতো।’

এদিকে হায়দরাবাদের শহরে ট্যাক্সি চালান ওমর কাশেম। তিনি মুস্তাফিজের বেজায় ভক্ত। গত কয়েক মাস ধরেই অপেক্ষা করছিলেন মুস্তাফিজের খেলা মাঠে বসে দেখবেন বলে। কিন্তু মুস্তাফিজ না আসাতে হতাশ হতে হয়েছে এই ট্যাক্সি চালককে।

এমন অনেক ওমর কাশেম আছেন হায়দরাবাদ শহরের আনাচে কানাচে। যারা মুস্তাফিজকে এক পলক দেখতে কিংবা সামনে থেকে তার বোলিং দেখতে মুখিয়ে ছিলেন। আইপিএলে তার চার ওভার বোলিং দেখে সন্তুষ্ট ছিলেন না কেউই! কারণ মুস্তাফিজের কাটার হায়দরাবাদবাসীর মনে ভালোই দাগ কেটে ছিল।

ঠিক তেমনই একজন ছিলেন হায়দরাবাদ রাজীব গান্ধী স্টেডিয়ামের কিউরেটর চন্দ্রশেখর। তিনি খুব কাছ থেকে দেখেছেন মুস্তাফিজকে। বাংলাদেশের টেস্ট ম্যাচের ভেন্যু হায়দরাবাদ হওয়ার পর থেকেই তিনি উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু মুস্তাফিজ না আসাতে মন খারাপ হয় চন্দ্রশেখরের।

একই ইস্যুতে টেস্টের শেষ দিন স্টেডিয়ামে প্রবেশ পথে বেশ কয়েকজন দর্শকের সঙ্গে কথা হয়। পথে রনিজিত নামের একজন স্থানীয় বাংলাদেশ থেকে এসেছি জেনে মুস্তাফিজ সম্বন্ধে জানতে ব্যাকুল হয়ে পড়েন। তিনি বলেন, ‘মুস্তাফিজ এখানে (হায়দরাবাদে) খুবই জনপ্রিয়। সে আসলে শুধু তার খেলা দেখার জন্য অনেকেই মাঠে আসতেন।’

ম্যাচের দ্বিতীয় দিনে বিরাট কোহলি ডাবল সেঞ্চুরিতে পৌঁছে গেছেন। প্রেসবক্স থেকে বের হয়ে করিডোরে আসতেই দেখা মিললো এক সিকিউরিটি অফিসারের সঙ্গে। তিনি জানালেন, ‘তোমাদের মুস্তাফিজ থাকলে কোহলির দুইশো রান হতো না। তার সঙ্গে এবার একটি ছবি তোলার খুব ইচ্ছে ছিল। কিন্তু হলো না।’

এদিকে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম কর্মকর্তা ভেঙ্কটরামন মুস্তাফিজ প্রসঙ্গে বলেছেন, ‘মুস্তাফিজ বাংলাদেশ দলে থাকলে ম্যাচটা অন্যরকম হতে পারতো। এই শহরে বাংলাদেশের অন্যতম প্রভাব আছে। এই ছেলেটাকে সবাই পছন্দ করেছে। মুস্তাফিজ দলে থাকলে দর্শকদের সংখ্যাটা আরও বাড়তো।’

গ্যালারিতে থাকা দেবালোক চ্যাটার্জি বলেছেন, ‘এই মাঠে মুস্তাফিজ অনেকগুলো ম্যাচ খেলেছে। যার কারণে উইকেটটা বেশ ভালো ভাবেই চেনা তার। দলে থাকলে বাংলাদেশ দল ভীষণ ভাবে উপকৃত হতো। দর্শকরা আনন্দ পেতো তার খেলা উপভোগ করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা