শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

যৌন নিপীড়ক ও ‘ধর্ষক প্রেসিডেন্ট’ ট্রাম্পের বিরুদ্ধে নারীদের বিক্ষোভে উত্তাল

যৌন নিপীড়ক ও ধর্ষক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারীদের অংশগ্রহণে ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটাবিশ্ব। গত শুক্রবার শপথ গ্রহণের পরদিন শনিবার বিশ্বজুড়ে নারীদের অংশগ্রহণে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। যৌন নিপীড়নের অভিযোগ তথা নারীর প্রতি তার সহিংস দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করা হয় এসব বিক্ষোভ সমাবেশ থেকে। নারীর প্রতি কেবল সহিংস দৃষ্টিভঙ্গিই নয়, সরাসরি ধর্ষণের অভিযোগও রয়েছে বিতর্কিত এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অভূতপূর্ব এই ‘নারী পদযাত্রা’ এখনও অব্যাহত রয়েছে। এতে অংশ নেওয়া কয়েক লাখ নারীর স্লোগান আর পদভারে এখন উত্তাল ওয়াশিংটন নগরী। আয়োজকরা বলছেন, এ বিক্ষোভ থেকে ট্রাম্পের প্রতি নিজেদের বার্তা পৌঁছে দেবেন অন্তত পাঁচ লাখ মার্কিন নারী। এদিকে রাজপথে লাখো প্রতিবাদী নারীর এমন বিক্ষোভে বিপাকে পড়েছে স্থানীয় পাতাল রেল কর্তৃপক্ষ। কারণ বিক্ষুব্ধ জনতার লাইন গিয়ে ঠেকেছে রেল স্টেশনের প্ল্যাটফর্মে। সেখানকার পার্কিং লটও এখন বিক্ষোভকারীদের দখলে। ফলে সাময়িকভাবে এক রকম স্থগিত হয়ে পড়েছে রেল সেবা। উদ্ভূত পরিস্থিতিতে ট্রেনের সূচিতে বড় রকমের বিলম্ব ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। মূলত নারীদের আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলেও এ ‘নারী পদযাত্রা’র প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন পুরুষরাও। ফলে ট্রাম্পের বিরুদ্ধে নারীদের পদযাত্রা রূপ নিয়েছে গণবিক্ষোভে।

এদিকে ওয়াশিংটনের বাইরে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরগুলোতেও অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক বিক্ষোভ। নিউ ইয়র্কে বড় ধরনের জমায়েত করেছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন, সিডনি, টোকিও, বার্লিন, ডাবলিন, দিল্লি’র মতো বিশ্বের বড় বড় শহরগুলোতে ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন লাখ লাখ নারী।

বিশ্বের সাতটি মহাদেশেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। বিক্ষোভের কারণ হিসেবে আয়োজকরা মূলত ট্রাম্পের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক যৌন নিপীড়নের অভিযোগ তথা নারীর প্রতি তার সহিংস দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেছেন। নারীর প্রতি কেবল সহিংস দৃষ্টিভঙ্গিই নয়, সরাসরি ধর্ষণের অভিযোগও রয়েছে বিতর্কিত এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।

শুরুতে নিউ ইয়র্কে এই সমাবেশ আয়োজনের কথা ছিল। কিন্তু পরে এ দাবিতে দুনিয়ার নানা প্রান্ত থেকে সংহতির সুর ভেসে এলে এই আয়োজন বিশ্বব্যাপী করার সিদ্ধান্ত হয়।

বাল্টিমোর থেকে বাসযোগে ২৮ জন বন্ধুকে নিয়ে ওয়াশিংটনের ট্রাম্পবিরোধী নারী পদযাত্রায় অংশ নেন ৪১ বছরের লেক্সি মিলানি। তিনি বলেন, ‘আমাদের অধিকারের প্রতি সম্মান দেখানোটা গুরুত্বপূর্ণ। মানুষ অধিকারের জন্য লড়াই করছে। প্রেসিডেন্ট ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে, তাদের প্রতি তার কোনও সম্মান নেই। ’

বন্ধুদের নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে এ নারী পদযাত্রায় অংশ নিয়েছেন ৫৯ বছরের এলিজাবেথ নিউটন। এতে তার খরচ হয়েছে ১০৬ ডলার। শুক্রবার রাতভর বাল্টিমোরে অবস্থান করেন এলিজাবেথ নিউটন। তিনি বলেন, এটা অভূতপূর্ব।

২১ জানুয়ারি ২০১৭ শনিবার ওয়াশিংটনের বিক্ষোভে যারা অংশ নিয়েছেন তাদের একটা বড় অংশের চোখেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের অবৈধ প্রেসিডেন্ট। কারণ তিনি সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়ে নির্বাচিত হননি। প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের চেয়ে ৩০ লাখ ভোট কম পেয়েও ইলেকটোরাল কলেজ ব্যবস্থার কারণে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ফলে ট্রাম্পের এ বিজয়কে সহজে মেনে নিতে পারেননি নারী অধিকারকর্মী, মুসলিম, অভিবাসী ও বিশেষ করে মেক্সিকো থেকে আসা অভিবাসীরা। নির্বাচনি প্রতিশ্রুতিতে ট্রাম্প শ্বেতাঙ্গ আধিপত্যের ধারণা দিয়েছেন, বিভিন্ন গোষ্ঠীকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। সংগত কারণেই হোয়াইট হাউসে ট্রাম্পকে দেখতে রাজি নন তারা। আর তারই প্রতিফলন দেখা গেছে শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে বিশেষ করে রাজধানী ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী লাখো মানুষের সমাবেশে। আর এই সমাবেশের প্রতি সংহতি জানিয়েছেন দুনিয়ার নানা প্রান্তের মানুষেরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ১৭৩ বাংলাদেশি দেশেবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই

দ্বৈতকর পরিহারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে পাঁচটি চুক্তি এবং পাঁচটিবিস্তারিত পড়ুন

একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা

দেশের বাজারে এক লাফে ৩১৩৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন

  • তৃণমূল গুন্ডা অপরাধীদের উন্নয়ন করেছে
  • যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে সর্বশক্তি দিয়ে লড়ব: নেতানিয়াহু
  • হেলিকপ্টার বিধ্বস্তে কেনিয়ার সামরিক বাহিনীর প্রধানসহ নিহত ১০
  • ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
  • গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া শিশুখাদ্য সেরেলাক নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • স্বর্ণের দাম সব রেকর্ড ভাঙল
  • গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, ৪ শিশুসহ নিহত ১৪
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা ফিলিস্তিনিদের
  • চার দিনেরে সফরে ঢাকায় ভুটানের রাজা
  • ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • আফগানিস্তানে তীব্র তুষারপাত ও বৃষ্টিতে ৬০ জনের মৃত্যু