শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

শিক্ষককে হত্যার হুমকি, ৩ ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অগ্নিবীণা হলে সিট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই শিক্ষককে গুলি করে হত্যার হুমকি দেয়ার ঘটনায় তিন ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হল থেকে তাদের আবাসিক বরাদ্দও বাতিল করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মাহফুজুর রহমান অনিক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নূরে রাব্বী মোরাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল।

জানা গেছে, অগ্নিবীণা হলের ২৯টি অতিরিক্ত সিট দাবি করেন তিন ছাত্রলীগ নেতা অনিক, মোরাদ ও নয়ন মন্ডল। তাদের দাবি না মানায় অগ্নিবীণা হলের প্রভোস্ট, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমীন, লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং অগ্নিবীণা হলের আবাসিক শিক্ষক সঞ্জয় কুমার মুখার্জিকে গুলি করে হত্যার হুমকি দেয় তারা।

এ ঘটনায় বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল বডির সভাপতি আলফারুন্নাহার রুমার সভাপতিত্বে এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হল থেকে আবাসিক বরাদ্দ বাতিল করে ছাত্রলীগের ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়। এছাড়াও তাদেরকে দুই সেমিস্টার বাতিল, ভবিষ্যতে শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা না করা মর্মে মুচলেকা নিয়ে উপাচার্য বরাবর সুপারিশ পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির জানান, প্রভোস্ট কাউন্সিল বডির সুপারিশ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

প্রক্টর জাহিদুল কবির জানান, তিন ছাত্রলীগ নেতার অধিকতর শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষক সমিতি দাবি জানিয়েছে।

আবাসিক বরাদ্দ বাতিল করে বহিষ্কারের কথা স্বীকার করে কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মন্ডল জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদেরকে অগ্নিবীণা হল থেকে বের করে দেয়ার প্রতিবাদ জানালে শিক্ষকরা আমাদের ওপর ক্ষিপ্ত হন।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু জানান, স্যারদের সঙ্গে ছাত্রলীগের নেতারা যে ঘটনা ক্যাম্পাসে ঘটিয়েছে- তা ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য ঘটিয়েছে। এর দায়ভার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেবে না। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

এই সংক্রান্ত আরো সংবাদ

২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

তীব্র তাপদাহে এক সপ্তাহ বন্ধ থাকার পরে আগামী রোববার (২৮বিস্তারিত পড়ুন

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

রমজানে বিদ্যালয় বন্ধ: হাইকোর্টের আদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যা বললো

রমজানে স্কুল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের কপি হাতে পেলে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • চলছে এইচএসসি-সমমান পরীক্ষা
  • ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • সাইনবোর্ডেই ঝুলছে ঢাকা-আরিচা মহাসড়কের নিরাপত্তা
  • বুধ ও বৃহস্পতিবারের ডিগ্রি পরীক্ষা স্থগিত
  • শিবির সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ !!
  • শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে আড়াই গুণ: শিক্ষামন্ত্রী
  • ঢাবি অধিভুক্ত ৭ কলেজের জন্য পৃথক ভর্তি পরীক্ষা
  • এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ঢাবি উপাচার্য প্যানেল গঠিত, ৩ জনের নাম প্রস্তাব
  • শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে ‘আঙুল ভাঙল’ ঢাবি শিক্ষকের
  • ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতির কারণেই ফল নিম্নমুখী
  • রাজশাহীতে কমেছে পাসের হার, জিপিএ-৫