শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, সিরিজ বাঁচানোর মিশনে মাশরাফির দল

তিন ম্যাচের টি-২০ সিরিজে প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারি বাংলাদেশ দল। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টি-২০তে জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে মাশরাফির দল।

মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা ভুলে নতুন বছরের তৃতীয় দিনই টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। নেপিয়ারের ঐ ম্যাচেও হারের লজ্জা পায় টাইগাররা। কিছু কিছু ভুলে ৬ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের মত এবারও সবার আগে কাঠগড়ায় বাংলাদেশের ব্যাটসম্যানরা।

প্রথম টি-২০তে বাংলাদেশ দলের স্বীকৃত ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। মাহমুুদুল্লাহ রিয়াদ ও মি. অতিরিক্ত বাদে বাংলাদেশের নয় ব্যাটসম্যান প্রথম ম্যাচে করেছেন ৭১ রান। তবে মাহমুদুল্লাহ’র লড়াকু ৫২ ও মি. অতিরিক্ত’র ১৮ রানের কল্যাণে ৮ উইকেটে ১৪১ রানের লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।

ঐ স্কোরটি যে আসলেই লড়াই করার মত পুঁজি ছিলো তা পরবর্তীতে বুঝিয়ে দিয়েছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। ২৮ রানে ২ ও ৬২ রানে ৪ উইকেট তুলে নিয়ে এক পর্যায়ে ম্যাচ জয়ের প্রবল সম্ভাবনাও তৈরি করেছিলেন মুস্তাফিজুর-সাকিবরা। কিন্তু ক্যাচ মিস ও বাজে ফিল্ডিং-এর কারণে শেষ পর্যন্ত ম্যাচটি হারে বাংলাদেশ।

তারপরও ঘুড়ে দাঁড়ানোর আশা বাংলাদেশে মিডল-অর্ডারের সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের, ‘প্রথম ম্যাচে তৈরি হওয়া ভালো সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি। আশা করছি এরপর আবারো সুযোগগুলো আসলে কাজে লাগাতে পারবো আমরা। নিজেদের কন্ডিশনে ভয়ংকর দল নিউজিল্যান্ড। তবে দল হিসেবে ভালো খেলতে পারলে তাদের হারাতে পারবো আমরা। ’

প্রথম টি-২০তে অধিনায়ক কেন উইলিয়ামসনের অপরাজিত ৭৩ রান এবং লোকি ফার্গুসনের ৩ ও বেন ওয়েলারের ২ উইকেট শিকারে সহজেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। এই ধারাবাহিকতা পরের ম্যাচেও ধরে রাখার লক্ষ্য তাদের। তাই স্পিন বিভাগে শক্তি বাড়াতে লেগ-স্পিনার ইশ সোধিকে দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ড। তবে ইনজুরির কারণে দলে থেকে ছিটকে গেলেন মারকুটে ব্যাটসম্যান নিল ব্রুম। তার জায়গায় দলে এসেছেন জির্জ ওয়ার্কার।

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশিষ রয়, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

নিউজিল্যান্ড স্কোয়াড :
কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, জিওর্জ ওয়ার্কার, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ইশ সোধি, মিচেল স্যান্টার, ইশ সোধি ও বেন হুইলার।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা