শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

স্মার্টফোন চুরির অভিযোগে মা-মেয়ে-নাতনিকে নির্যাতন!

স্মার্টফোন চুরির অপবাদ দিয়ে মা ও মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের সঙ্গে থাকা দুই বছরের শিশুকেও আহত করা হয়।

আহত তিনজনকে গতকাল বুধবার রাত ৮টায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দিন বিকেলে ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গত ৩ মার্চ দুপুরে আগড়বাড়ী গ্রামের মুদি দোকানদার দেলোয়ার হোসেনের মেয়ের বিয়ের দিন ছিল। বিয়েতে নিমন্ত্রণ পেয়ে অংশ নেন প্রতিবেশী দিনমজুরের স্ত্রী (৪৫), তাঁর মেয়ে (২৫) ও নাতনি (২)। বিয়ের অনুষ্ঠানে একজন বরযাত্রীর স্মার্টফোন হারিয়ে যায়। এ খবর জানতে পেরে কনের বাবা দেলোয়ার হোসেন ও তাঁর নাতি জুয়েল হোসেন তাঁদের প্রতিবেশী মা ও মেয়েকে স্মার্টফোন চুরির অপবাদ দেন। এ ঘটনা নিয়ে পাঁচ দিন ধরে দুই পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ চলছে। বুধবার বিকেলে (সন্ধ্যার কিছুক্ষণ আগে) দেলোয়ার ও জুয়েল লোকজন নিয়ে মা, মেয়ে ও শিশুকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। দেলোয়ার হোসেনের বাড়িতে নিয়ে প্রথমে মা ও মেয়েকে বাঁশের লাঠি দিয়ে পেটানো হয়। ‘মোবাইল বের করে দে’ বলে অকথ্য ভাষায় গালাগাল করা হয় তাঁদের।

পিটুনি খেয়ে শিশুটির নানি বলেন, ‘আমরা মোবাইল ফোন নিইনি।’

এতে আরো ক্ষিপ্ত হন দেলোয়ার ও জুয়েল। একপর্যায়ে ওই দুই নারীকে একটি গাছের সঙ্গে বেঁধে রশি নিয়ে আসেন জুয়েল। রশিটি মুড়িয়ে চাবুকের মতো তৈরি করেন। রশি দিয়ে বেধড়ক মারধর করেন তাঁদের। এ সময় ওই শিশুটিও আহত হয়। প্রতিবেশীরা তাঁদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডের বিছানায় ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন দুই মা। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রশির দাগ আটকে আছে মা ও মেয়ের পিঠে। মাথা ও হাতেও আঘাত রয়েছে তাঁদের। শিশুটির মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে।

দেলোয়ার হোসেন মারধরের কথা অস্বীকার করে জানান, তারা নিজেরাই মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছে।

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, বুধবার রাতে পুলিশ ওই এলাকায় দায়িত্ব পালনকালে মারামারি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। এ সময় আহতদের ছাড়া অন্য কাউকে দেখা যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

তারাবির নামাজে দুই মুসল্লির হাতাহাতি, ঘুষিতে একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে তারাবির নামাজ আদায়কে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে একজনেরবিস্তারিত পড়ুন

গৃহবধূ সীমার লাশের দুই টুকরা উদ্ধার!

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সীমা নামে এক গৃহবধূর মরদেহের দুই টুকরাবিস্তারিত পড়ুন

ঝালকাঠিতে গৃহবধূকে ধর্ষণ, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ..

ঝালকাঠিতে এক গৃহবধূকে ধর্ষনের আভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন

  • অবসরপ্রাপ্ত পুলিশের অকাণ্ড, জীবন গেল নাতির
  • এ এক মহা উদ্যোগঃ শহীদদের স্মরণে শিখা প্রজ্জ্বলন করলেন বধ্যভূমি সংরক্ষণ সংগঠন ’হৃদয়ে একাত্তর’
  • আ. লীগ নেতাকে ছেলের গুলি, অল্পের জন্য রক্ষা!
  • স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
  • গাঁজাসহ গ্রেফতার যুবলীগ কর্মী কারাগারে
  • জাতীয় পতাকা উড়াবার চেষ্টায় পেটে পাইপ ঢুকে স্কুলছাত্রের করুন মৃত্যু
  • স্কুলের সামনে থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে রাতভর গণধর্ষণ, অবশেষে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার
  • ঝালকাঠিতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা
  • শ্বশুরবাড়ি থেকে প্রবাসী জামাইয়ের লাশ উদ্ধার
  • ঝালকাঠিতে বিএনপির সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারি
  • ঝালকাঠিতে মন্দিরে হামলা, পুলিশসহ আহত ১০