অযু সম্পর্কে মাসআলা। পর্ব ১
প্রশ্নঃ প্রদর বা প্রমেহ রোগের দুরুণ সামনের রাস্তা দিয়ে এক প্রকার আঠাল পানির মত কিছু বের হলে অযু ভেঙ্গে যাবে কি?
উত্তরঃ তাতে অযু ভেঙ্গে যাবে।
প্রশ্নঃ পেশাব বা মযীর ফোটা ছিদ্র থেকে বের হয়ে চামড়ার নীচে লেগে আছে, অযু ভেঙ্গে যাবে কি?
উত্তরঃ পেশাব বা মযীর ফোটা ছিদ্র হয়ে এসেছে। কিন্তু এখনো ঐ চামড়ার ভিতরে আছে যা উপরে থাকে, তাহলে অযু ভেঙ্গে যাবে। কারণ অযু ভাঙ্গার জন্য উপরের চামড়ার বাইরে আসা জরুরী নয়।(আপনি নামায)
প্রশ্নঃ কারো চোখে দানা ছিল তা ভেঙ্গে পানি প্রবাহিত হয়ে গেছে অযু ভেঙ্গে যাবে কি?
উত্তরঃ পানি প্রবাহিত হয়ে যদি চোখের বাইরে চলে আসে তাহলে অযু ভেঙ্গে যাবে। নতুবা ভাংবে না।
প্রশ্নঃ নামাযের মধ্যে তন্দ্রা অবস্থায় হাসলে অযু ভেঙ্গে যাবে কি?
উত্তরঃ নামাযের মধ্যে তন্দ্রাবস্থায় উচ্চস্বরে হাসলে অযু ভাঙ্গবে না।(আপনি নামায)
প্রশ্নঃ জানাযার নামায বা তিলাওয়াতের সেজদার মধ্যে উচ্চস্বরে হাসলে অযু ভেঙ্গে যাবে কি?
উত্তর: জানাযার নামায বা তিলাওয়াতের সিজদায় মধ্যে উচ্চস্বরে হাসলে বালেগ হোক বা নাবালেগ হোক কাহারোই অযু নষ্ট হবে না।(আপনি নামায দুরস্ত কি জিয়ে)
প্রশ্নঃ বিনা উত্তেজনায় যদি কারো মনি বের হয়ে য আয় তাহলে অযু ভেঙ্গে যাবে কি?
উত্তরঃ এমতাবস্থায় অযু ভেঙ্গে যাবে তবে গোসল ফরজ হবে না।(আপনি নামায)
প্রশ্নঃ ঘুমালে অযু ভেঙ্গে যায় কেন?
উত্তরঃ নবী করীম (সাঃ) এরশাদ করেছেন—জাগ্রত চক্ষুদ্বয় নিতম্বের প্রহরী। কারণ মানুষ নিদ্রায় নিমগ্ন হয়ে পড়লে তাঁর শরীরের জোড়াগুলি শিথিল হয়ে যায় এ অবস্থায় বায়ু নিগর্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। অতএব নিন্দ্রাকেই অযু ভেঙ্গে যাওয়ার কারণ ধরা হয়েছে।(আলমসালিহুল আকলিয়া)
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন