এখন আর বিনাচিকিৎসায় মৃত্যুর প্রহর গুনতে হবে না হাওরপাড়ের ধাত্রী মা আমেনাকে
এখন আর বিনাচিকিৎসায় মৃত্যুর প্রহর গুনতে হবে না হাওরপাড়ের ধাত্রী মা আমেনা বেগমকে (৬৮)। তার পাশে দাঁড়িয়েছেন ঢাকার হৃদয়বান এক ব্যক্তি। তবে ওই ব্যক্তি নাম-পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন। তার চাওয়া উন্নত চিকিৎসা নিয়ে ধাত্রী মা সুস্থ হয়ে আবারও মানবসেবায় নিয়োজিত থাকুক।
গত ৯ জুন শনিবার অনলাইন পোর্টাল জাগোনিউজ২৪.কম`এ ‘৪০ হাজার টাকা হলেই বেঁচে যাবেন ধাত্রী মা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। পরদিন রোববার দুপুরে ওই হৃদয়বান ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জাগো নিউজের অফিসে কল করেন। সেখান থেকে এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে তিনি। এরপর তিনি বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠিয়ে দেন এ প্রতিনিধির হাতে।
সেই টাকা সোমবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রত্যন্তপল্লী তরং গ্রামে গিয়ে ধাত্রী মায়ের হাতে তুলে দেয়া হয়। এসময় স্থানীয় শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ খসরুল আলম, ইউপি সদস্য হাজেরা বেগম, শুধাংশু চন্দ্র, আলী হোসেন আখঞ্জি, সামাজিক সংগঠন হাসান-রাবেয়া ফাউন্ডেশনের সভাপতি শামছুল আলম আখঞ্জি টিটু, সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন সাজন, টাঙ্গুয়ার হাওর শিল্পী গোষ্ঠীর সভাপতি আবুল কালাম, টাঙ্গুয়ার হাওর সহ-ব্যবস্থাপনা কমিটির সাবেক কোষাধ্যক্ষ, হাসান-রাবেয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি ও টাঙ্গুয়ার হাওর ইকো-ট্যুরিস্ট গাইড প্রকৃতিপ্রেমি আহমদ কবির উপস্থিত ছিলেন।
এদিকে অনুদানকৃত টাকা হাতে পেয়ে ধাত্রী মা ও তার পরিবার বেজায় খুশি। খুশি হয়েছেন প্রতিবেশীরাও। ধাত্রী মায়ের স্বামী মোক্তার হোসেন আখঞ্জি আবেগাপ্লুত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই দানশীল ব্যক্তিসহ জাগো নিউজ কর্তৃপক্ষের প্রতি।
তিনি বলেন, আগামী বুধবার উন্নত চিকিৎসার জন্য ধাত্রী মাকে নিয়ে যাবেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন