বাংলাদেশী কর্মী নিচ্ছে ১৬১ দেশ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বৈদেশিক কর্মসংস্থান খাতকে থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করেছেন সরকার। এ খাতের গুরুত্ব অপরিসীম বিবেচনায় শ্রম বাজার ধরে রাখার পাশাপাশি নতুন নতুন শ্রম বাজার সৃষ্টির ওপর জোর দিয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় বাংলাদেশী কর্মী গমনকারী দেশের সংখ্যা ১৬১টিতে উন্নীত করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার সারকারদলীয় সংসদ সদস্য বেগম পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ২০১৪ সালের জুলাই হতে গত ২০১৫ সালের জুন মাস পর্যন্ত ৪ লাখ ৬১ হাজার ৯৪৬ জন বাংলাদেশী কর্মী বিএমইটি’র মাধ্যমে বিদেশ গেছেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সফল কুটনৈতিক প্রচেষ্টায় মালয়েশিয়াস্থ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পাদন করা হচ্ছে। ফলে প্রতিবছর বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিগত জোট সরকারের আমলে বিশ্বেও ৯৭টি দেশে কর্মী পাঠানো হতো। আর বর্তমান সরকারের আমলে নতুন আরো ৬৪টি দেশে কর্মী পাঠানোর কারণে বর্তমান এই সংখ্যা ১৬১টিতে উন্নীত করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মর্সস্থান মন্ত্রী আরো বলেন, নতুন শ্রম বাজার সৃষ্টির লক্ষ্যে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসে বিদ্যমান শ্রম উইং এর সংখ্যা ১৬ থেকে ২৮ এ উন্নীত করা হয়েছে। এছাড়া শ্রম বাজার সম্প্রসারণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি স্বতন্ত্র শ্রম বাজার গবেষণা সেল প্রতিষ্ঠা করা হয়েছে। এ সেলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের কর্মীর চাহিদা বিশ্লেষণ ও নতুন শ্রম বাজার সম্প্রসারণের কাজ চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা হাসান আরিফ আর নেই
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: ডোপ টেস্টে গ্রেপ্তার দুজন ‘পজিটিভ’
প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের নিহতের ঘটনায় গ্রেপ্তারবিস্তারিত পড়ুন
সেন্টমার্টিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দেশের প্রবাল সমৃদ্ধ একমাত্র দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার পর্যটকবিস্তারিত পড়ুন