বিবস্ত্র ২৮ তরুণ-তরুণী সিনেমা হলের ভিতরে যা করছিলো…
সিনেমা হলে শ্লীলতাহানির তদন্ত করতে গিয়ে প্রায় ২৮ জন তরুণ-তরুণীকে অর্ধনগ্ন অবস্থায় আটক করল পুলিশ। সূত্রের খবর, পুলিশের অভিযানে আটক হওয়া সব তরুণ-তরুণীর গায়ে প্রায় বস্ত্রই ছিল না। অসংলগ্ন অবস্থায় ছিলেন সিনেমাহলের অন্ধকারের মধ্যে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার হাবরায়।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। হাবরার শঙ্কর সিনেমাহলে ছবি দেখতে গিয়েছিলেন দেগঙ্গার এক তরুণী। অভিযোগ, হলের বক্সে তিনি যখন সিনেমা দেখছিলেন পাশে বসা কয়েকজন যুবক তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। তরুণী চিত্কার করলেও, সাহায্যে না করে আশপাশের সিটে বসা সকলে হাসাহাসি শুরু করে।
তরুণীর দাবি অনুযায়ী, তাঁরাও নাকি বেশ অসংলগ্ন অবস্থাতেই ছিলেন। বুধবার দুপুরে হাবরা থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।
এরপরই সিনেমাহলে ছবি দেখার নামে ঠিক কী চলছে, তা জানতে হাবরার দুটি সিনেমাহল শঙ্কর ও কালিকায় অভিযান চালায় পুলিশ।
সেই অভিযানে পুলিশও অবাক। সিনেমাহলের অন্ধকারে বক্সে দু’ডজনের বেশি তরুণ-তরুণী শুধু অসংলগ্ন অবস্থায় বসেই ছিলেন না, তাঁদের গায়ে বস্ত্রও প্রায় ছিল না।
অর্ধনগ্ন। সিনেমা দেখার নামে এহেন যৌনাচারে চোখ কপালে পুলিশের।
হাবরা পুলিশ সূত্রের খবর, মোট ২৮ জন তরুণ-তরুণীকে প্রায় বিবস্ত্র অবস্থায় আটক করা হয়েছে। তার মধ্যে হয়তো ২৩ জনকে গ্রেপ্তার করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন