মোস্তাফিজের স্ক্যান রিপোর্ট ভালো, বিসিবির সন্তুষ্টি
বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানের এমআরআই রিপোর্টে সন্তোষজনক বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরি।
আজ সকালে মোস্তাফিজের কাঁধের এমআরআই করানো হয়। পরে তাঁর স্ক্যান রিপোর্টে ইতিবাচক ফল আসে। মোস্তাফিজের চোট ধীরে ধীরে সেরে উঠছে এমনটি উল্লেখ করে দেবাশীষ চৌধুরি বলেন, ‘আজ স্ক্যানে ইতিবাচক ফল এসেছে। আমরা সন্তুষ্ট। কাঁদের চোট থেকে সেরে উঠছে ও।’
তবে চোট কাটিয়ে মাঠে ফিরলে মোস্তাফিজকে বোলিং অ্যাকশনে কোনো পরিবর্তন আনতে হবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি চিকিৎসক বলেন, ‘এটা আসলে টেকনিক্যাল বিষয়। তবে আমি মনে করছি, শতভাগ সুস্থ হওয়ার পর কিছুদিন সময় লাগবে এটা বুঝতে।’
গত ১ নভেম্বর থেকে তিনি নেটে বোলিং শুরু করেছেন মোস্তাফিজ। সেদিন তিন ওভার বোলিং করেন তিনি। এরপর ০৩ নভেম্বর দ্বিতীয় দিনে চার ওভার বোলিং করেন ‘কাটার মাস্টার।’
ইংল্যান্ডের মাটিতে কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এরপর গত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করেন প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। অস্ত্রোপচারের পর বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চলে মোস্তাফিজের পুনর্বাসন।
যদিও মোস্তাফিজকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে বলে জানান অ্যান্ড্রু ওয়ালেস। কিন্তু বিসিবির প্রধান চিকিৎসক মনে করছেন, সবকিছু ঠিক থাকলে মোস্তাফিজের সেরে উঠতে পুরো ছয় মাস লাগবে না। সেক্ষেত্রে আসছে নিউজিল্যান্ড সফর দিয়েই মাঠে ফিরতে পারেন মোস্তাফিজ।
বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র মোস্তাফিজ। ২০১৫ সালে ২২ গজে পথচলা শুরু মোস্তাফিজের। রঙ্গিন জার্সিতে এখন পর্যন্ত ৮টি ম্যাচে ২৬টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। সাদা পোশাকে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট। আর টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে ২২ উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন