মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত

নিরাপত্তা সংক্রান্ত জটিলতায় অনেক দিন ধরেই ঝুলে আছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের বিষয়টি। তবে এবছর হয়তো আয়োজিত হবে কাঙ্ক্ষিত সেই টেস্ট সিরিজ। নতুন করে কোনো ঝামেলা তৈরি না হলে এবছর বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত বলেই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।

এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও এ বছরের আগস্ট বা সেপ্টেম্বরে দুই টেস্টের সিরিজ খেলতে স্টিভেন স্মিথরা বাংলাদেশে আসবেন বলে আশাবাদী সাদারল্যান্ড। সম্প্রতি তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের বাংলাদেশে সফরে আমরা নজর রেখেছিলাম। ইংল্যান্ড দলকে দেয়া নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট হয়েছি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারলকে পাঠিয়েছিলাম আমরা। সাত থেকে দশ দিনের জন্য তিনি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন। এরপরই বাংলাদেশ সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সফরের দিনক্ষণ চূড়ান্ত না হলেও সাদারল্যান্ড জানিয়েছেন আগস্ট অথবা সেস্টেম্বরের মধ্যেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। নিরাপত্তা প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাহী প্রধান বলেন, ‘বর্তমান সময়ে যে কোনো সময়ে কোনো কিছু ঘটতে পারে। বাংলাদেশের নিরাপত্তা বিষয়টি এখনো আমাদের পর্যবেক্ষণে রয়েছে। তবে বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের কাছ থেকে নিরাপত্তা ইস্যুতে সবোর্চ্চ প্রতিশ্রুতি পেয়েই সেখানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশে দুই টেস্ট খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের। তবে নিরাপত্তা সমস্যার অজুহাত দেখিয়ে সফর স্থগিত করে অজিরা। একই কারণে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া। এই বিষয়ে সাদার‍ল্যান্ড বলেন, ‘তখন সেটা জরুরী ছিল। খেলোয়াড়, কর্মকর্তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপরই বাংলাদেশ সরকার ও বিসিবির পক্ষ থেকে অস্ট্রেলিয়া দলকে সবোর্চ্চ নিরাপত্তার আশ্বাস দেয়া হয়। গত বছরের এপ্রিলে বাংলাদেশ সফর প্রসঙ্গে নতুন করে মুখ খোলে ক্রিকেট অস্ট্রেলিয়া। নভেম্বরে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ সফর চূড়ান্ত করল অস্ট্রেলিয়া।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা