শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

অ্যাম্বুলেন্স চালিয়ে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিলেন এমপি

ঝিনাইদহের কালীগঞ্জে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এসময় অন্যদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন তিনি। শুধু তাই নয়, নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে আহতদের হাসপাতালে নিয়ে যান ঝিনাইদহ-৪ আসনের এই এমপি।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কালীগঞ্জের বৈশাখী তেল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন বাসযাত্রী নিহত ও ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১০জনের অবস্থা আংশকাজনক হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে আহতদের উদ্ধারকাজে অংশ নেন আনোয়ারুল আজীম আনার। প্রথমে আহতদের সবাইকে উদ্ধার করে কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদেরকে যশোরে নিয়ে যেতে বলেন। এসময় হাসপাতালে অ্যাম্বুলেন্স পাওয়া গেলেও চালক ছিলেন না।

পরে এমপি আনোয়ারুল আজীম নিজেই চালকের আসনে বসে আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঢাকাটাইমসেক বলেন, ‘আহতদের অবস্থা দেখে বিবেকের কারণে চালকের আসনে বসে পড়লাম। তাছাড়া এই অ্যাম্বুলেন্সের চালকও ছিল না।

আহতরা তো বিনা চিকিৎসায় মারা যেতে পারে না। তাই ঝুঁকি নিয়েই নিলাম।’ পরে হাসপাতালে আনার পর সংসদ সদস্য আনার আহতদের চিকিৎসার তদারকি করেন। বেশ কিছু সময় তিনি হাসপাতালে কাটান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে চাপা দেয়।

এক পর্যায়ে ওই বাসটি কড়ইগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের ইবাদত বিশ্বাসের ছেলে ইব্রাহিম ও শহরের মহিলা কলেজ গেট এলাকার শিক্ষক আমিনুল ইসলাম নিহত হন। এছাড়া নিহত এক নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় কমপক্ষে ৩০ যাত্রী আহত হন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রফুল্ল কুমার মজুমদার জানান, হাসপাতালে প্রায় ৩০ জনকে আনা হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন

৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 

ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শোকজ শুরু করেছে বিএনপি

চলমান উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করেবিস্তারিত পড়ুন

  • ময়মনসিংহের এমপি শান্ত দলীয় বিরোধে পদত্যাগের ঘোষণা 
  • লক্ষ্মীপুর জেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
  • কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
  • ভোটার উপস্থিতি সন্তোষজনক, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ওবায়দুল কাদের
  • পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ