বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আবার চালু হবে উবার: পরিবহন ও সেতুমন্ত্রী

অ্যাপভিত্তিক ট্যাক্সিক্যাব সেবা উবারকে বিআরটিএ নিষিদ্ধক রলেও আবার এই সেবা চালুর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সেবা ইতিবাচক হলেও অনুমতি না নেয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে বৈধভাবে তা চালু করা হবে।

সকালে রাজধানীর কাকলী মোড়ে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর এক প্রচারণামূলক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ট্রান্সপোর্ট সেবাদাতা প্রতিষ্ঠান উবার তাদের ট্যাক্সিক্যাব সেবা ঢাকায় চালুর ঘোষণা দেয় গত মঙ্গলবার। তবে তাদের নিজস্ব কোনো গাড়ি নেই। এই পদ্ধতিতে অনলাইন থেকে অ্যাপ নামিয়ে যাত্রী ও চালকরা নিবন্ধন করবেন।

যেকোনো ব্যক্তিগত প্রাইভেটকার মালিক বা চালক এই পদ্ধতিতে নিবন্ধন করে যাত্রী পরিবহন করতে পারবেন।

গণপরিবহন নিয়ে চরম অব্যবস্থাপনার শহর ঢাকায় উবারের এই ট্যাক্সিসেবা চালুর খবর নগরবাসীর মধ্যে স্বস্তি এনেছিল। কিন্তু শুক্রবার বিআরটিএ এক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের অনুমতি না নিয়ে এ ধরনের পরিবহন সেবা অবৈধ। উবার নিষিদ্ধ করে সংস্থাটি জানায়, কেউ এভাবে যাত্রী পরিবহন করলে গাড়ির মালিক এবং চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে বাসের পাশাপাশি সীমিত সংখ্যক ট্যাক্সিক্যাব এবং চাহিদার তুলনায় অপ্রতুল অটোরিকশা রয়েছে। কিন্তু নির্ধারিত ভাড়ায় চলার কথা থাকলেও চালকদের স্বেচ্ছাচারিতার কারণে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদেরকে। পাশাপাশি তাদের ইচ্ছামত গন্তব্যে না যাওয়ার অভিযোগও পুরনো। এসব বিআরটিএ নিয়ন্ত্রণ করতে না পারলেও উবার নিষিদ্ধ করার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা হয়েছে বিআরটিএর।

বিআরটিএর অনুষ্ঠানে সড়কমন্ত্রীর কাছেও এই বিষয়টি জানতে চান গণমাধ্যমকর্মীরা। জবাবে তিনি বলেন, তিনি নিজেও উবারের এই সেবাকে ইতিবাচকভাবে দেখেন। কিন্তু আইন অনুযায়ী চলতে হবে সবাইকেই। তিনি বলেন, ‘উবার একটি ইতিবাচক বিষয়। যেটাকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। কিন্তু তারা অনুমতি না নেওয়ায়, লিগ্যাল না হওয়ার কারণে তাদেরকে বিআরটিএর আইন মেনে বন্ধ করে দেওয়া হয়েছে।’ তবে নগরবাসীর হতাশ হওয়ার কারণ নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘পরিবহন খাতকে আরও এগিয়ে নিতে এবং আধুনিকায়ন করতে উবার সিস্টেম আলাপ আলোচনার মাধ্যমে পুরনায় চালু করা হবে।’

তবে ঠিক কবে এই আলোচনা হবে এবং সেবাটি আবার কবে চালু হবে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী সুনির্দিষ্ট কোনো তারিখ দিতে পারেননি। বলেন, ‘আমরা শিগগিরই তাদের সঙ্গে বসবো।’

অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয় ও বিআরটিএর চেষ্টা অব্যাহত আছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ডলারের সর্বোচ্চ দর হবে ১১৮ টাকা

 বাংলাদেশ ব্যাংক ডলারের দর নির্ধারণের নতুন পদ্ধতি ‘ক্রলিংপেগ’ চালু করলো।বিস্তারিত পড়ুন

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু

লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন

ভোটার উপস্থিতি সন্তোষজনক, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ওবায়দুল কাদের

প্রথম ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ভোটার উপস্থিতিবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়ল ফ্লাইট
  • কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী আজ
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
  • সুপ্রিম কোর্টের আদেশে সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত
  • আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 
  • অর্থনীতির প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে : ওবায়দুল কাদের
  • গনতন্ত্র সুসংহত করাতে সবার অংশগ্রহণ জরুরী : স্থানীয় সরকার মন্ত্রী
  • সেনাবাহিনীকে দক্ষ করে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী
  • নবনির্মিত এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 
  • প্রধানমন্ত্রী ১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন