শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আরবি বলায় বিমান থেকে নামিয়ে দেওয়া হলো

বিমানের ভেতর আরবি ভাষায় কথা (ইনশাআল্লাহ) বলায় যুক্তরাষ্ট্রের একটি বিমান থেকে এক যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে। খবর নিউইয়র্ক টাইমস।

ঘটনাটি ঘটে চলতি মাসের ৬ তারিখ। খায়রুদ্দিন মাখজুমি নামে ইরাকি নাগরিককে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। বিমানে করে তিনি লস এঞ্জেলস থেকে অকল্যান্ড যাচ্ছিলেন।

২৬ বছর বয়সী খায়রুদ্দিন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। শরণার্থী হিসেবে ২০১০ সালে ‍যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সে ও তার পরিবার।

বিমানে বসে বাগদাদে তার চাচার সঙ্গে মোবাইলে কথা বলছিল সে। জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগদানের কথা তার চাচাকে জানাচ্ছিলেন তিনি।

খায়রুদ্দিন নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘আমি খুবই উদ্দীপ্ত ছিলাম অনুষ্ঠানটির ব্যাপারে। আমার চাচাকে সেই সম্পর্কেই বলছিলাম।’

কথা বলার সময় পাশে বসে থাকা যাত্রীর চাহনিতে সন্দেহ হয় খায়রুদ্দিনের। তাই কথা শেষ করে আনুষ্ঠানিক বিদায়ে খায়রুদ্দিন তার চাচাকে ‘ইনশাআল্লাহ’ বলেন।

এর মধ্যে পাশের যাত্রীটি খায়রুদ্দিনের সঙ্গে তার চাচার কথোপকথনকে হুমকি মনে করে তিনি কেবিন ক্রুদের অবহিত করেন।

তিনি অভিযোগ করে বলেন, খায়রুদ্দিন ‘শহীদ’ শব্দটি উল্লেখ করেছেন।

কিছুক্ষণ পরেই সাউথইস্ট এয়ারলাইন্সের একজন কর্মী এসে খায়রুদ্দিনকে বিমান থেকে নামিয়ে দেয়।

খায়রুদ্দিন জানান, বিমান কর্মীটি প্রথমে তার সঙ্গে আরবিতে কথা বলেন। পরে ইংরেজিতে বলেন, বিমানে কেন আরবিতে কথা বলছিলেন তিনি।

খায়রুদ্দিন বলেন, বিমান কর্মীটি তার সঙ্গে এমন ব্যবহার করছিল, যেন খায়রুদ্দিন একটি জন্তু।

বিমানের সেই কর্মীর বিরুদ্ধে খায়রুদ্দিন মাখজুমি অভিযোগ করে বলেন, ভিড়ের সামনেই তাকে তল্লাশি করা হয়। এমনকি কুকুরও ব্যবহার করা হয়।

পরবর্তীতে এফবিআই কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। বিশেষ করে তার বাবা ‍খালিদ মাখজুমি সম্পর্কে যিনি সাদ্দাম শাসনামলে আবু-গারিব কারাগারে গিয়েছিলেন। পরবর্তীতে সেখানেই তাকে হত্যা করে সাদ্দাম।

অ্যারি ডেকোফস্কি নামে এক এফবিআই এজেন্ট মুখপাত্র শনিবার নিউইয়র্ক টাইমসকে জানান, তারা ঘটনা সম্পর্কে অবহিত হয়েছেন। কিন্তু সেখানে কোনো ধরনের বিপদ দেখা যায়নি।

পরবর্তীতে ৮ ঘণ্টা পরে অন্য একটি বিমানের ফ্লাইটে খায়রুদ্দিন মাখজুমি তার গন্তব্যে পৌঁছান।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ