আ.লীগ প্রার্থীর কার্যালয় ভাঙচুর, নৌকায় আগুন
মাদারীপুর: জেলার সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌফিকুজ্জামান আকনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও নৌকা প্রতীকে আগুন দিয়েছে বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান বাবুলের সমর্থকরা।
রবিবার রাতে ও সোমবার সকালে দফায় দফায় সংঘর্ষে দুই গ্রুপের ৮ জন আহত হয়।
স্থানীয় ও পুলিশ জানায়,প্রচারণার শেষ মুহূর্তে উত্তাপ ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়।
রবিবার রাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌফিকুজ্জামান আকনের তিনটি নির্বাচনী কার্যালয়ে প্রার্থী বাবুল সর্দারের বহিরাগত সন্ত্রাসীরা এলোমেলো কুপিয়ে ভাঙচুর করে। এসময় সন্ত্রাসীরা নৌকা প্রতীক পুড়িয়ে ফেলে। এতে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে প্রায় ৮ জন আহত হয়।আহতদের স্থানীয় ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া সোমবার সকালেও সংঘর্ষ হয়।
সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, পুলিশ বহিরাগতদের আটকের চেষ্টা চলছে। র্যাব, পুলিশসহ সমন্বিত প্রশাসন তৎপর রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
মাদারীপুরের রাজৈররে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতবিস্তারিত পড়ুন
দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের পঞ্চম শ্রেণির এক শিকার শিশু
দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির একবিস্তারিত পড়ুন
মাদারীপুরে পিতৃহীন এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাধীন কর্নপাড়া গ্রামের পিতৃহীন এক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন