রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

উপজেলা চেয়ারম্যানসহ ৭ আ.লীগ নেতাকে রক্তমাখা কাফনের কাপড়সহ চিঠি!

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ সরকার দলীয় সাত নেতাকে হত্যার হুমকি দিয়ে রক্তমাখা কাফনের কাপড়সহ উড়ো চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে প্রেসক্লাবের দরজার কাছে রক্তমাখা কাফনের কাপড় ও চিঠিটি কে বা কারা ফেলে যায়। পরে বেলা ২টার দিকে নাটোর প্রেসক্লাবের কেয়ার টেকার বিশ্বজিৎ দাস চিঠিটি দেখতে পেয়ে তা প্রেসক্লাব কতৃপক্ষের হাতে দেয়।

চিঠিতে অন্যান্য যাদের নাম রয়েছে তারা হলেন, নাটোর জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল­াহ আল সাকিব বাকী, দিঘাপতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ, জেলা তাঁতিলীগের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শাহিন।

নাটোর প্রেসক্লাব সূত্রে জানা যায়, আজ বেলা সোয়া একটার দিকে সাধারণ সম্পাদক আল মামুন তাঁর কার্যালয়ে গিয়ে মেঝেতে সাদা খামে দুটি চিঠি পড়ে থাকতে দেখেন। একটির ওপর সাধারণ সম্পাদক/সভাপতি লেখা রয়েছে। অন্যটির ওপর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের নাম লেখা রয়েছে। সম্পাদক তাঁর চিঠিটি খুলে দেখেন তাতে একটি চিঠি ও রক্তমাখা এক টুকরা কাফনের কাপড় রয়েছে। চিঠির ওপরের অংশে বাকিজনের নাম লেখা রয়েছে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জানান, এসব নামের নিচে লেখা হয়েছে, তাঁরা সবাই যেন মৃত্যুর জন্য প্রস্তুত হন। তিনি চিঠিটি পড়ার পর সদর থানার পুলিশকে মুঠোফোনে জানিয়েছেন। এ ব্যাপারে জিডির প্রক্রিয়া চলছে। অপর চিঠিটি তিনি খোলেননি।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, এ ব্যাপারে শরিফুল ইসলাম রমজান নাটোর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, তিনি সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী। তাই কেউ ভীতি প্রদর্শনের জন্য এ চিঠি দিয়ে থাকতে পারে। তবে তিনি এ ব্যাপারে ভীত নন।

এই সংক্রান্ত আরো সংবাদ

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন

৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 

ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শোকজ শুরু করেছে বিএনপি

চলমান উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করেবিস্তারিত পড়ুন

  • ময়মনসিংহের এমপি শান্ত দলীয় বিরোধে পদত্যাগের ঘোষণা 
  • লক্ষ্মীপুর জেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
  • কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
  • ভোটার উপস্থিতি সন্তোষজনক, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ওবায়দুল কাদের
  • পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ