শনিবার, মে ৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘এই তো আমিও এখানে আছি’, ট্রাম্প সমর্থকদের উদ্দেশে হিজাবি নারী

মরক্কোর বংশদ্ভূত মুসলিম তরুণী বারা কেতিরি প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন না এবং নির্বাচনী প্রচারণার সময় থেকে শুনে আসা ট্রাম্পের মুসলিম বিরোধী ধর্মান্ধতায় তিনি পশ্চাদপসরণ করেন নি।

অনেকের মতো ২৩ বছর বয়সী আমেরিকার ব্রুকলিনের এই হিজাবি তরুণীও গিয়েছিলেন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী হতে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে হাজার হাজার ট্রাম্প সমর্থক বেষ্টিত লাইনে তিনি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিলেন। তিনি এর মাধ্যমে ট্রাম্প সমর্থকদের একটি বার্তা চেয়েছিলেন, ‘হ্যাঁ, আমিও এখানে আছি’।

কেতিরি বলেন, ‘আমি চেয়েছি, ট্রাম্পের সমর্থকরা আমাকে দেখুক।’

কেবল দৃশ্যমান একজন মুসলিম ব্যক্তি হিসেবে নিজেকে দেখানোই তার উদ্দেশ্য ছিল বলে তিনি জানান। তিনি তাদের স্মরণ করিয়ে দেন যে, আমেরিকাকে গড়ার জন্য মুসলমানরাও একটি গুরুত্বপূর্ণ অংশ।

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির এই ছাত্রী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনি প্রচারের সময় মুসলমানদের সম্পর্কে অনেক ঘৃণা ছড়িয়েছেন এটা সত্য। তবে, আমি তার এই ভুল ভেঙ্গে দিতে চেয়েছি।’

তিনি বলেন, ‘আমিও এ দেশেই বাস করি এবং আপনি হয়ত আমাকে প্রতিদিন দেখতে পাবেন না ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে, এখানে আমার কোনো অস্তিত্ব নেই।’

যদিও সেখানে কেতিরি সরাসরি কারো দিকে এগিয়ে যাননি। তবে, অনেকের সঙ্গে তার ‘আই কন্টাক্ট’ হয়েছে এবং হিজাব পড়লেও তিনি তার মুখ খোলা রাখেন।

তিনি সেখানে আরো একটা বিষয় পরিষ্কার করতে চেয়েছিলেন আর তা হচ্ছে, চাইলে যে কেউ আলাপচারিতা শুরু করতে পারে। তিনি প্রত্যাশা করছিলেন, তিনি কেন এখানে এসেছেন কিংবা ইসলাম সম্পর্কে কেউ হয়ত তাকে প্রশ্ন করবে

যদিও সেখানে এ সম্পর্কে প্রশ্ন করার কেউ ছিল না। তা সত্ত্বেও, সেদিন ন্যাশনাল মলের উদ্বোধনী দিবসে হাজার হাজার মানুষের বিশাল লাইনে তিনি দাঁড়িয়ে ছিলেন।

সেখানে দাঁড়িয়ে তার কাছে কেবল অনুভূত হয়েছে যে, তিনি কিছু একটা সম্পন্ন করছেন।

শুক্রবার ওয়াশিংটন শহরের কেন্দ্রস্থলের ন্যাশনাল মলের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে অনেকের মতো কেতিরিও ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে দীর্ঘ লাইন অতিক্রম করে মলের কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন বটে কিন্তু তা ভালভাবে উপভোগ করার জন্য যথেষ্ট ছিল না।

ন্যাশনাল মলের ওই উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত সমর্থকদের সামনে ট্রাম্প ‘মৌলবাদী ইসলামি সন্ত্রাসবাদ’ নির্মূল করার অঙ্গীকার করেন।

যাইহোক, পরে ‘স্পেস মিউজিয়াম’ থেকে কেতিরি ও তার বন্ধুরা তাদের ফোনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ স্ট্রিম দেখেন।

মরক্কো-আমেরিকান কেতিরি ডেট্রয়েট শহরতলীতে বেড়ে ওঠেন। হিজাব পরা শুরুর পর থেকে মানুষজন তার দিকে মুসলিম বিরোধী বিভিন্ন মন্তব্য নিক্ষেপ করেছে বলেও তিনি জানান।

সূত্র: রেলিজিয়ন নিউজ সার্ভিস

এই সংক্রান্ত আরো সংবাদ

ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ফিলিস্তিনকে তাদের জনগণেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে সরকারি সফর দুই দেশে ফলপ্রসূ অংশীদারিত্বের নতুন যুগ সূচনাবিস্তারিত পড়ুন

তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির লাশ দুপুরে দেশে আসছে

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মারা যাওয়া ৮ বাংলাদেশি নাগরিকের মরদেহ বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
  • ৬০ শতাংশ মানুষ মনে করে বাইডেনের গাজানীতি ভ্রান্ত
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৫ জন নিহত
  • পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
  • যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন তুরস্কের প্রেসিডেন্ট
  • থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত
  • নিউইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২ বাংলাদেশি নিহত
  • সৌদি আরব যেকোনো ভিসায় করা যাবে ওমরাহ!
  • বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ