রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

এক ছাত্রীকে ছাত্রলীগের দুই নেতার হুমকি “তোর দেমাগ বেশি ,তোকে ক্যাম্পাসে বিবস্ত্র করবো “

‘তোর দেমাগ বেশি। তোকে ক্যাম্পাসে বিবস্ত্র করবো। বিবস্ত্র করে তোর ঝাল তুলবো, তোকে ক্যাম্পাসে পেটাবো। কারও কাছে কোনও প্রকার অভিযোগ করলে তোকে গুম করে ফেলবো।’ গত বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের নবম ব্যাচের এক ছাত্রী বাড়ি যাওয়ার জন্য নওয়াব ফয়জুন্নেছা হল থেকে বের হয়ে গেটে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতা জসিম উদ্দিন ও মাসুদ আলম তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে বাজে কথা বলে। প্রতিবাদ করলে ছাত্রলীগের দুই নেতা এসব হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই দুই নেতা হচ্ছেন, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র জসিম উদ্দিন এবং একই হলের প্রচার সম্পাদক অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র মাসুদ আলম।যদিও তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। হুমকির বিষয়ে দুই ছাত্রের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই ছাত্রী।

এতে ওই ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রক্টরের কাছে আবেদন করেন। এ বিষয়ে ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, যেসব বাজে কথা আমাকে ওরা বলেছে তার একটুমাত্র উল্লেখ করেছি। সব কথা উল্লেখ করতে নিজেরও লজ্জা লাগে। বৃহস্পতিবার আমাকে ও তাদের দুইজনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকেছিল। তারা সেখানে বলেছে-আমার সঙ্গে নাকি তাদের দেখাই হয়নি। অভিযুক্ত মাসুদ আলম বলেন, ওর (ছাত্রীর) সঙ্গে আমাদের কোনও কথাই হয়নি। এটা আমাদের বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বলেন, ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অভিযুক্তদের বিষয়ে খোঁজ নিচ্ছি। তাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য

বগুড়ায় ৫৭ বছর বয়সে এসএসসি পাস করেছেন বগুড়া ট্রাফিক পুলিশেরবিস্তারিত পড়ুন

জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরবিস্তারিত পড়ুন

দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার বেড়েছে পাসের হারবিস্তারিত পড়ুন

  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • ১১ মের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ
  • ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
  • স্বাধীনতাবিরোধীরা বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায় : নাছিম
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • রমজানে বিদ্যালয় বন্ধ: হাইকোর্টের আদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যা বললো
  • চলছে এইচএসসি-সমমান পরীক্ষা
  • ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • সাইনবোর্ডেই ঝুলছে ঢাকা-আরিচা মহাসড়কের নিরাপত্তা