মঙ্গলবার, মে ৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

এক রাতে রোহিঙ্গাদের ২০টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি

নাফ নদী পার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় গত রাতে প্রায় ২০টি নৌকা ভর্তি রোহিঙ্গা মুসলিমকে ‘ফিরিয়ে দিয়েছে’ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

টেকনাফ থেকে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বিবিসি বাংলাকে বলেন, নাফ নদী সংলগ্ন বাংলাদেশ -মিয়ানমার সীমান্তে গত রাতে ৬টি পয়েন্টের প্রতিটিতে দু’ থেকে তিনটি – কোন কোন ক্ষেত্রে চারটি পর্যন্ত – নৌকা অনুপ্রবেশের চেষ্ট করেছিল – যা তাদের জওয়ানরা প্রতিহত করেছেন।

নৌকার আরোহীরা পরবর্তীতে মিয়ানমারে ফেরৎ গিয়েছে – বিবিসি বাংলাকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে বলেন লে. কর্ণেল আবুজার আল জাহিদ।

এ নৌকাগুলোতে প্রায় ১৫০ জন লোক ছিল বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে।

এ ছাড়া সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে আরেকটি জায়গায় ৮৬ জন রোহিঙ্গাকে ‘পুশ ব্যাক’ করা হয়েছে।
বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, অনুপ্রবেশ ঠেকাতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে, এবং সীমান্ত রক্ষী বাহিনী এবং কোস্ট গার্ডকে এ জন্য উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

বিভিন্ন খবরে বলা হচ্ছে, গত কয়েকদিনে শত শত রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।

লে. কর্ণেল আবুজার আল জাহিদ বলেন, তারা অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য সতর্কাবস্থায় আছেন। কিন্তু তার পরও দীর্ঘ এই সীমান্তে ফাঁকফোকর গলে কেউ ঢুকছে না – এটা নিশ্চিতভাবে বলা যাবে না।

তিনি বলেন গত সপ্তাহখানেক সময়ের মধ্যে প্রতিদিনই ১৫-২০টি করে নৌকা ফেরত পাঠানো হচ্ছে।

তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংস পরিস্থিতি থেকে আত্মরক্ষার জন্য পালিয়ে আসছে।
এই রাজ্যে এক আক্রমণে কয়েকজন সীমান্তরক্ষী সেনা নিহত হবার পর মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা এলাকাগুলোতে এক অভিযান শুরু করে। এতে শতাধিক লোক নিহত এবং আনুমানিক ৩০ হাজার লোক বাস্তুচ্যুত হয়।

জাতিসংঘ ইতিমধ্যে বাংলাদেশকে রোহিঙ্গাদের জন্য তাদের সীমান্ত খুলে দেবার জন্য আহ্বান জানিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববারবিস্তারিত পড়ুন

অর্থনীতির প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে : ওবায়দুল কাদের

বিশ্বের অর্থনীতির প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে, এমন দাবি আমরাবিস্তারিত পড়ুন

গনতন্ত্র সুসংহত করাতে সবার অংশগ্রহণ জরুরী : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামবিস্তারিত পড়ুন

  • সেনাবাহিনীকে দক্ষ করে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী
  • নবনির্মিত এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 
  • প্রধানমন্ত্রী ১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন
  • সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
  • ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ
  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • অবশেষে রাতে ঢাকায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সাড়ে ১১টায় 
  • গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে
  • দেশের দুই জেলায় ঝড়ের পূর্বাভাস