শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘কোনো সমকামী আমার সঙ্গে প্রেম করতে চাইলে আমি লজ্জায় লাল হয়ে যাই’

শুধু বিকল্প ধারাই নয়, মূল ধারার বহু চলচ্চিত্রে অভিনয় করে নাম করেছেন রাধিকা আপ্তে। ভারতের পুনেতে জন্মগ্রহণকারী এ অভিনেত্রী হিন্দি, বাংলা, মারাঠি, তেলেগু ও মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৫ সালে তিনি বলিউডে অভিনয় শুরু করেন। সম্প্রতি রাধিকা জবাব দিয়েছেন বেশ কিছু প্রশ্নের।

১. কোনো অভিনেত্রীর দেখতে আবেদনময়ী হওয়া আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন?

এটা নির্ভর করে দেখতে আবেদনময়ী বলতে আপনি কী বুঝাতে চাইছেন। আমি মনে করি আপনি যখন কাজের গভীরে প্রবেশ করবেন এবং আপনি আত্মবিশ্বাসী ও কঠোর পরিশ্রম করতে আগ্রহী, আর আপনি যদি এ ব্যাপারে সৎ হন তাহলে আপনি একটি প্রভাব বলয় সৃ্ষ্টি করতে সক্ষম হবেন। আর ওই প্রভাব বলয়টিই আমার কাছে আবেদনময়ী।

২. নিজেকে আপনি কতটা হট মনে করেন?

কাউকে নিজের সম্পর্কে এই ধরনের প্রশ্ন করার উচিৎ নয়। অন্যদের জিজ্ঞেস করুন আমি কতটা হট। আমি জানি না। কোনো দিন এ ক্ষেত্রে আমার স্কোর থাকে ০ থেকে ২। আবার কোনোদিন আমার স্কোর লাফিয়ে একেবারে ১২-তে ওঠে।

৩. বর্তমানে যে প্রচুর সংখ্যক অভিনেত্রী আছে তাদের মধ্যে কাকে আপনি সবচেয়ে হট বলে অনুভব করেন?

ওহ ম্যান! প্রচুর হট অভিনেত্রী আছেন। কখনো কখনো দিপিকাকে আমার সবচেয়ে হট বলে মনে হয়। যাকে আমি খুবই জাঁকালো এবং সুন্দরী বলেই গণ্য করি। আবার কখনো কঙ্গনা রানাউতকে আমার খুব হট মনে হয়।

৪. আপনার কি মনে হয় আজকাল শরীর দেখানোই বলিউডে জায়গা করে নেওয়ার উপায় হয়ে উঠছে?

কবে এমনটা ছিল না? বলিউডে সবসময়ই দুটি দিক ছিল। আর শরীর প্রদর্শনের বিষয়টিও সবসময়ই ছিল।

৫. কিন্তু আপনি কি এ ব্যাপারে একমত পোষণ করবেন না যে, আজকাল শরীর প্রদর্শনের হার বেড়ে গেছে?

আমি দ্বিমত পোষণ করি। আজকাল হয়তো শরীরের বিশেষ কোনো অঙ্গ প্রদর্শন করলে দর্শকরা চিৎকার করে উঠেন “ওহ মাই গড!” ১০ বছর আগে হয়তো অন্য কোনো অঙ্গ দেখে দর্শকরা একই প্রতিক্রিয়া ব্যক্ত করতেন। ফলে বিষয়টি আসলে একই আছে। তবে দর্শকরা সত্যিকার অভিনয় শিল্পীদেরও কদর করতে জানেন।
রাধিকা
৬. চিত্রনাট্যের প্রয়োজনে যদি কোনো দৃশ্যে পুরোপুরি নগ্ন হওয়ার দরকার পড়ে তাহলে আপনি কি তা করবেন?

অবশ্যই। আমি এর আগেও নগ্ন হয়েছি। নগ্ন হওয়ার বিষয়ে আমার কোনো সমস্যা নেই।

৭. শরীর প্রদর্শন করতে হবে বলে কি আপনি কখনো কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন? বা ভবিষ্যতে কি এমনটা করবেন?

শরীর প্রদর্শন আর নগ্নতার মধ্যে পার্থক্য আছে। যদি গল্পের প্রয়োজনে নগ্নতা আবশ্যক হয় এবং আমার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক না হয় তাহলে আমার কোনো সমস্যা নেই।

৮. আপনি কি কখনো কোনো পুরুষ বা নারী পরিচালকের হাতে কাস্টিং-কাউচের খপ্পরে পড়েছেন? পড়লে তা কীভাবে মোকাবিলা করেছেন?

আসলে আমি কখনোই এ ধরনের সমস্যার মুখোমুখি হইনি। কোনো পুরুষ বা নারী পরিচালক কখনোই আমাকে সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার বিনিময়ে দৈহিক সম্পর্ক করতে চাননি।

৯. কোনো সমকামি কি কখনো আপনার পিছু তাড়া করেছেন? এমন পরিস্থিতিতে পড়লে আপনি কীভাবে তা মোকাবেলা করবেন?

হ্যাঁ, অসংখ্যবার এমনটা ঘটেছে। তবে আলাদা করে কেন শুধু সমকামিদের কথাই বলব। অন্যদের কথা বলব না কেন। একজন সমকামিকেই কেন শুধু ভিন্ন চোখে দেখতে হবে? বিষমকামি এবং উভকামিরাও আমার পিছু তাড়া করেছেন। কোনো সমকামি যখন আমার সঙ্গে প্রেম করতে চান আমি লজ্জায় লাল হয়ে যাই। বিষয়টি আমার কাছে বেশ মনোমুগ্ধকর লাগে। আমি নিজেও খুবই আলাপি মেয়ে। ফলে কেউ আমার সঙ্গে প্রেম করতে আসলে আমিও তাদের সঙ্গে পাল্টা খাতির জমানোর চেষ্টা করি।
রাধিকা
১০. কখনো কি এমন হয়েছে যে কোনো পুরষ অনবরত আপনার পিছু লেগে ছিল?

হ্যাঁ, আর বিষয়টি খুবই আনন্দদায়ক। এমনটা ঘটলে নিজের সম্পর্কে খুবই উচ্চ ধারণা জন্ম নেয়।

১১. যৌন অবিশ্বস্ততা সম্পর্কে আপনার মত কী?

আমি মনে করি এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তবে আমি নিজে পুরোপুরি একগামিতায় বিশ্বাসী। আর আমি মনে করি আপনি নিজে যদি অন্যের যৌন অবিশ্বস্ততা সহ্য করতে না পারেন তাহলে অাপনিও কারো এই কাজ করবেন না। তবে আমি মনে করি কেউ তার যৌন জীবন কীভাবে কাটাবেন তা একান্তই তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। নিজের ব্যাপারে আমি বলতে পারি যে, আমি খুবই প্রতিশ্রুতিশীল সম্পর্কে বিশ্বাস করি।

১২. বিভিন্ন বয়সে যৌনতা সম্পর্কে আপনার ধারণা কী ছিল?

১৪ বছর বয়সে: সে সময় আমি একটি পরীক্ষামূলক বিদ্যালয়ে ছিলাম। যেখানে মাত্র ২৩জন শিক্ষার্থী ছিল। এবং ছাত্র-ছাত্রীদের আলাদা বসানো হতো না। আমার মা যৌন শিক্ষা দিতেন। তিনি ছিলেন ডাক্তার। তিনি এসে ব্ল্যাক বোর্ডে দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এঁকে লেকচার দিতেন। আমি এতটাই বিব্রত হতাম যে নিচের দিকে তাকিয়ে থাকতাম। তখনো আমি জানতাম না কীভাবে যৌন মিলন করতে হয়।

১৮ বছর বয়সে: যৌন মিলনের চিন্তা আমারা কাছে খুবই ভালো লাগতো।

রাধিকা

২৪ বছর বয়সে: আগে ভালো লাগতো এখনো ভালো লাগে। আমি সম্পূর্ণভাবে ভাবতাম যে, যৌনতা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোর একটি।

১৩. আপনি কি কখনো পর্ন দেখতে গিয়ে ধরা পড়েছেন?

না, কখনো না। তবে স্কুলে থাকার সময় একবার একটি মজার ঘটনা ঘটে। আমার এক বন্ধু আমাদের বাসায় আমেরিকান পাই সিনেমার একটি ডিভিডি ফেলে যায়। আমার মা তা দেখেন। এবং আমাকে বকাঝকা করেন।

১৪. পুরুষদের কী দেখে আপনি আকৃষ্ট হন?

আমি কোনো পুরুষের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আচরণ দেখে সবচেয়ে বেশি আকৃষ্ট হই। কোনো পুরুষের আচরণ দেখেই তার সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া যায়। এছাড়া পুরুষদের বুদ্ধিমত্তা এবং রসবোধও আমাকে বেশ আকৃষ্ট করে।

১৫. পুরুষদের কোন বিষয় আপনাকে সবচেয়ে বেশি বিরক্ত করে?

উগ্রতা আর উচ্চমন্যতা। এ ধরনের পুরুষের সঙ্গে আমি দ্বিতীয়বার দেখা করতে চাই না।

১৬. পারস্পরিক ভালো লাগার ক্ষেত্রে যদি পুরুষটি আগে আপনাকে প্রস্তাব না দেয় তাহলে কি আপনিই এগিয়ে যাবেন? আপনি কি মনে করেন পুরুষেরই কোনো নারীকে প্রথমে ভালো লাগার কথা জানানো দরকার, আর নয়তো তিনি যথেষ্ট পুরুষালি নন?

হ্যাঁ, অবশ্যই আমি প্রথম পদক্ষেপটি গ্রহণ করব। আমি সবকিছুতেই নারী-পুরুষ সমতায় বিশ্বাসী। আর আমি মনে করিনা যে পারস্পরিক ভালো লাগার ক্ষেত্রে কোনো পুরুষকেই তার ভালো লাগার কথা নারীটিকে প্রথমে বলতে হবে। আমি মনে করি নারীটিও প্রথম পদক্ষেপ নিতে পারেন।
সূত্র: স্টার ডাস্ট

এই সংক্রান্ত আরো সংবাদ

এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে অনেক আগেই দাম্পত্যবিস্তারিত পড়ুন

বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি

ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিতবিস্তারিত পড়ুন

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেছে কয়েকজন চলচ্চিত্র শিল্পী। সেখানকারবিস্তারিত পড়ুন

  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • সংগীত শিল্পী খালিদ আর নেই
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত হবেন সাদি মহম্মদ
  • কে কোন ক্যাটাগরিতে জিতলেন অস্কার?
  • রাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরীমনির
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • আর অভিনয় করতে পারবেন না সামান্থা!
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?