শনিবার, মে ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

খাসজমির দখল বুঝাতে গিয়ে তহসিলদারকে গাছে বেঁধে গনপিটুনি

নতুন ইজারাদারকে জমি বুঝিয়ে দিতে গিয়ে ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তাসহ (তহসিলদার) চারজনকে গনপিটুনি দিয়েছে দখলদাররা।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দখলদারদের উচ্ছেদ করে তাদেরকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে পিটিয়ে আহত করেছে তারা।

খবর পেয়ে কালিগঞ্জের নির্বাহী অফিসার ও পুলিশ তাদের উদ্ধার করেছে।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাসুম জানান, ওই এলাকার দেবাড়িয়া চাঁদকাটি মৌজায় ২৬.৩৩ একর খাসজমি নিকটস্থ কয়েকটি পরিবার ১৯৭৫ সাল থেকে জবর দখল করে রয়েছে। তারা বিধি মোতাবেক ইজারা গ্রহণে সম্মত না হওয়ায় সাতক্ষীরার মুন্সিপাড়ার মো. মোস্তাফিজুর রহমানকে ১২.৫০ একর জমি ইজারা দিয়ে সেখানে লাল পতাকা তুলে দখল বুঝিয়ে দেয়া হয়।

তিনি বলেন, কয়েকদিন পর সেই লাল পতাকা ছিঁড়ে ফেলে ইজারগ্রহীতাকে তাড়িয়ে দেয় দখলদাররা। এ বিষয়ে জেলা প্রশাসক আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

সহকারী কমিশনার জানান, বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ অফিসের লোকজন সেখানে পৌঁছাতেই দখলদাররা তাদের মারপিট করে গাছের সঙ্গে বেঁধে রাখে। এতে তহসিলদার বাসারত হোসেন, সহকারি তহসিলদার ফয়েজ আহমেদ, অফিস সহকারী ইমরান ও কাজী আলাউদ্দিন আহত হন। তারা কর্মকর্তাদের দুটি মোটরসাইকেলও ছিনিয়ে নেয়।

খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন হোসেন, ওসি লস্কার জায়েদুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। এ সময় দখলদার জাহাঙ্গীর হোসেন, তার স্ত্রী মাহফুজা ও রিজিয়া খাতুন নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

পরে জাহাঙ্গীরকে দুই বছর ও দুই নারীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারে সহকারি কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাসুম।

এ ব্যাপারে দণ্ডপ্রাপ্তরা জানান, তারা সরকারের খাসজমিতে রয়েছেন ১৯৭৫ সাল থেকে। ওই জমি ডিসিআর নেয়ার জন্য ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজি শওকত হোসেনকে তারা সোয়া লাখ টাকা দিয়েছেন।

এই টাকা গ্রহণের কথা স্বীকার করে চেয়ারম্যান গাজি শওকত হোসেন বলেন, ‘আমি ডিসিআর গ্রহণের প্রক্রিয়া করছিলাম। এরই মধ্যে এসব ঘটনা ঘটে গেল।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন

৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 

ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শোকজ শুরু করেছে বিএনপি

চলমান উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করেবিস্তারিত পড়ুন

  • ময়মনসিংহের এমপি শান্ত দলীয় বিরোধে পদত্যাগের ঘোষণা 
  • লক্ষ্মীপুর জেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
  • কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
  • ভোটার উপস্থিতি সন্তোষজনক, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ওবায়দুল কাদের
  • পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ