গোপালগঞ্জকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জকে বিভাগ করার দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জবাসী । বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, সিপিবি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমজীবী সংগঠনের নেতারা এ মানববন্ধনে অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, জেলা সিপিরি সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবু হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু গোপালগঞ্জে জম্মগ্রহণ করেছেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জকেই বিভাগ ঘোষণা করতে হবে। যতক্ষন পর্যন্ত গোপালগঞ্জকে বিভাগ ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত বিভাগের দাবিতে আমাদের আন্দোলন চলবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
গোপালগঞ্জে মেীলবাদী হামলায় জনাব খুরশিদ আলম আহত
নিজস্ব সংবাদদাতাঃ গোপালগঞ্জের পৌর বাস টার্মিনাল সংলগ্ন নজির মিয়ার চায়েরবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আজগর আলী শেখ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ দিন নিখোঁজ থাকার পর আজগর আলীবিস্তারিত পড়ুন
পুলিশ না নেওয়ায় আদালতে মুক্তিযোদ্ধা কন্যার হত্যা মামলা
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা কন্যা ময়না বেগমের হত্যা মামলা টুঙ্গীপাড়া থানা পুলিশবিস্তারিত পড়ুন